বিল্লি ঝিল্লি চিল্লি ও অন্যান্য ছড়া রোমানুর রোমান

বিল্লি ঝিল্লি চিল্লি

বিল্লি ঝিল্লি চিল্লি-
এতগুলো লাড্ডু গিল্লি!
কালকেই চলে যাব দিল্লি।
কিনবো গোটা শত লাড্ডু,
দেব না তোকে- ও বাড্ডু।
গাল দিস আমাকে যে – গাড্ডু!

আমি খুব রেগে আছি- বড্ড,
শুনে রাখ কান পেতে- খড্ড,
তোমাদের সাথে নেই আড্ডা,
তাই তোরা চলে যা বাড্ডা।

হাতির মাথায় রঙিন ছাতা

হাতির মাথায় রঙিন ছাতা
আকাশ পানে তুললো শুঁড়
থপাস থপাস হাঁটতে থাকে
খায় না ছোলা মুড়ি গুড়।

বেশ ভূষণে রাজার মতো
রব উঠেছে বনে রব,
তাই করেছে মাথা নত
বনের পশুপাখি সব।

করছে তারা খাতির যত্ন
দিচ্ছে এনে কলার গাছ,
খাচ্ছে ভীষণ আরাম করে
দেখছে রাজা বানর নাচ।

হাতির নাতি আলোর বাতি
শিখছে হাঁটা-চলা আর
শিখছে নিয়মনীতি বলেই
ভবিষ্যতের রাজ‍্য তার।

কুমির

কুমির দেখতে ঈষৎ রঙের
অর্ধ-জলে বাস করে,
ইয়াবড় দাঁত দিয়ে সে
মাছের সর্বনাশ করে।

মাছ নাকি খায় মিষ্টি জলের
কী ধারালো দাঁতগুলো!
শীতল দেশে থাকে তবু
শক্ত ভীষণ কাঁধগুলো।

চারটি পা’ই হাসের মতো
হাটে দেহ ভর করে,
কুমির অর্ধ-জলচর তাই
জলকে আপন পর করে।

যুগান্তরে কত প্রাণী
হারালো এ দেশ থেকে!
টিকে আছে তবু তারা
শীতল পরিবেশ থেকে।

শরতের কাশফুল

পুকুরগুলো শুকনো পড়ে
বিলুপ্ত যে ডোবা,
‌ কাশফুলও আর যায় না দেখা
শরৎকালও বোবা।

‌দেখত দাদু পুকুর পাড়ে
কাশফুলের’ই মেলা,
এখন কেন দেখতে পাই না
সবি হেলা-ফেলা।

ফোটে না তো কাশফুলও আর
শরৎকালের মাঝে,
ওলট-পালট ঋতুরা সব
জীব্ বৈচিত্রের সাজে।

২ thoughts on “বিল্লি ঝিল্লি চিল্লি ও অন্যান্য ছড়া রোমানুর রোমান

  • সেপ্টেম্বর ২, ২০২২ at ৯:৩৫ পূর্বাহ্ণ
    Permalink

    💝

    Reply
  • সেপ্টেম্বর ২, ২০২২ at ৯:৩৬ পূর্বাহ্ণ
    Permalink

    চমৎকার ছড়াগুচ্ছ

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *