মোঃ হাসু কবির এর ছড়া

আঁধার মাঝে আলো



আঁধার মাঝে আলো তুমি
সঠিক পথের দিশা
তোমার আলোর পরশ পেলে
হারায় অমানিশা।
সর্বশ্রেষ্ঠ মানব তুমি
ভুলের মাঝে ঠিক
অবিশ্বাসের মাঝে বিশ্বাস
মুক্তির আসল দিক।
সত্য ন্যায়ের পথিক তুমি
মহৎ গুণে ভরা
তোমার শুভ আগমনে
নতুন রূপে ধরা।
মহান রবের সু-প্রিয়জন
প্রাণের প্রিয় রাসূল(স:)
মোহাম্মদী(স:) নামে তুমি
সুবাসিত এক ফুল।


ক্ষমতা



ক্ষমতার চেয়ার’টা
থাকে যদি পিছে
রাতারাতি করা যায়
সত্যকে মিছে।
যশ খ্যাতি সম্মানে
জীবন’টা ভাসে
অগোচরে ক্ষমতাই
রয় প্রাণ নাশে।
ক্ষমতা থাকলে দোষী
নির্দোষ সাজে
এর বলে সে তো রয়
অন্যায় কাজে।
ক্ষমতার মোহে পড়ে
অমানুষ হয়
সাহসের বাতিঘর
ক্ষমতাতে রয়।
ক্ষমতা সেবাতে রয়
বানায় খাদক
ক্ষমতায় মাতাল যে
হয় না সে সাধক।


নতুন ধান



রৌদ্র তাপে কৃষক ভাইয়ে
কাটছে ক্ষেতের ধান
কষ্ট ব্যথা ভুলে গিয়ে
গাইছে সুখের গান।
ধার দেনাতে সারাবছর
জীবন যাপন করে
আশানুরূপ ফসল পেয়ে
মনটা গেছে ভরে‌।
গোলা ভরে ফসল তুলে
শোধ করিবে ঋণ
আশা বুকে এই ফসলে
কাটবে সুখেই দিন।
ছেলে মেয়ে কৃষাণ বধূর
হাসির ঝিলিক মুখে
নতুন ধানের গন্ধে ব্যাকুল
খুশি শত দুখে।


নেতার আমি প্রিয়



নেতার পিছে বুক ফুলিয়ে
দিনেরাতে চলি
নেতার সুরে সুর মিলিয়ে
নেতার কথাই বলি।
নেতার জোরে চাপাবাজী
ক্ষমতার ও বড়াই‌
নেতার নামটা ভাঙিয়ে রোজ
খালি পকেট ভরাই।
নেতার আমি অতি প্রিয়
এমন সুরটা তুলে
নেতার কাজে কাজী সেজে
সব কাজের রই মূলে।
অন্যায় জুলুম ভোগ দখলে
সবার আগে থাকি
নেতার চেয়ে কম নয় আমি
তেল মেরে সব ঢাকি।
পা চেটে তাই কোটি টাকা
ঢাকায় কিছু বাড়ি
দুদকের লোক খবর পেয়ে
করছে ভীষণ আড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *