কবি ও শিশুসাহিত্যিক অদ্বৈত মারুত এর চল্লিশতম জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

কাব্যশীলন ডেস্ক : সাহিত্যিক ও সাংবাদিক অদ্বৈত মারুতের আজ জন্মদিন। ১৯৮০ সালের এই দিনে তিনি সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. ইমাম হোসেন, মা নূরজাহান বেগম।
অদ্বৈত মারুত একজন তরুণ কবি, ছড়াকার ও সাংবাদিক। দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে আছেন। গল্প, কবিতা, ছড়া, শিশুসাহিত্য- প্রায় সব শাখায় তার কাজ রয়েছে। লেখালেখির বিষয় প্রধানত ছড়া হলেও কবিতা ও ছোটগল্পেও তিনি সমান আগ্রহী। বিশেষত শিশুতোষ গল্পের প্রতি রয়েছে বিশেষ ঝোঁক। এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ‘নিস্তরঙ্গের বীতস্বরে'(কবিতা), ‘ভাল্লাগে না’ (ছড়া) ‘হাজার তারার আলো’ (ছড়া কবিতা), ‘স্বর ভাঙার গান’ (কবিতা) ‘ভূত খেলে কুতকুত (শিশুতোষ গল্প), ” লাল পিঁপড়ার সেলফি মেয়ে’ ( শিশু গ্রন্থকুটির), ‘পাখিগাছ ও বুড়ো শালিকের গল্প’ (শিশু গ্রন্থকুটির), ‘মেঘের মেয়ে বৃষ্টি’ (কালান্তর) অন্যতম। এছাড়া তিনি ‘পাঁপড়’ শিরোনামে একটি ছোটকাগজ সম্পাদনা করেন। পেশাগত জীবনে সংবাদকর্মী। দৈনিক আমাদের সময়ের সাহিত্য সাময়িকী ছাড়াও একাধিক বিভাগ সম্পাদনার দায়িত্ব পালন করছেন। ছড়া-সাহিত্যে বিশেষ কৃতিত্বের জন্য জন্য দেশ পাণ্ডুলিপি পুরস্কার, ‘বিজয় দিবস সম্মাননা-২০১৭ লাভ করেছেন তিনি। এছাড়াও ইতোমধ্যে ‘লাটাই ছড়া-সাহিত্য পুরস্কার-২০১৭’, সাহিত্যের কাগজ মৌচাক সম্মাননা, মহীয়সী সাহিত্য পাঠচক্র সম্মাননা ও ত্রৈমাসিক ‘রঙধনু ছড়াপত্র’ সম্মাননা ও এসবিএসপি সাহিত্য পুরস্কার ও অর্থ সম্মাননাও পেয়েছেন অদ্বৈত মারুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *