এসবিএসপি কাব্যশীলন গ্রন্থ আলোচনা-২

সেরা রিভিউয়ারদের সঙ্গে লেখক আড্ডা পাঁচ সেরা রিভিউয়ারের জন্য লেখকের সঙ্গে আড্ডা ও চা-চক্রের সুযোগ রেখে অভিনব বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন করেছে সাহিত্য ভিত্তিক ওয়েবম্যাগ অনলাইন কাব্যশীলন ও সোনার বাংলা সাহিত্য পরিষদের (এসবিএসপি)।

রিভিউয়ের জন্য নির্বাচিত বইগুলো হলো: ইকবাল খন্দকার ‘বতক’ (প্রকাশনী- অনান্য), ইমরুল ইউসুফ শিশুতোষ গল্পগ্রন্থ ‘সাতরঙা আইসক্রিম’ (প্রকাশনী- সাতভাই চম্পা), কানিজ পারিজাত কাব্যগ্রন্থ ‘শেষ চুমুকের আগে’ (প্রকাশনী- মূর্ধণ্য), মো. রেজাউল করিম উপন্যাস ‘অনাবাসী’ (প্রকাশনী- গতিধারা) এবং রনি রেজা গল্পগ্রন্থ ‘মস্তিষ্কের তৃতীয় মুদ্রণ’ (প্রকাশনী- বেহুলাবাংলা)।

একজন পাঠক চাইলে একাধিক বইয়ের রিভিউও করতে পারবেন। রিভিউয়ের বিচারক হিসেবে থাকবেন ফারুক মাহমুদ, ফারুক নওয়াজ, জাকির তালুকদার।

সোনার বাংলা সাহিত্য পরিষদ ও ওয়েবম্যাগ কাব্যশীলনের সাথে জড়িত কেউ এই রিভিউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না, বইগুলোর রচনাশৈলী ও যোগ্যতার ওপর ভিত্তি করে পর্যালোচনা করতে হবে। নিজে পাঠের যে আনন্দ পাবেন, সে অনুভূতি অন্যের সঙ্গে ভাগ করবেন।

লেখা পাঠানোর ঠিকানা- editor.Kabyashilan@gmail.com আগামী ২৮ মে ২২ পর্যন্ত লেখা পাঠাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *