আরিফ রানার সুরে আসছে দেহকাব্যের গান

কাজী জহিরুল ইসলামের কথায় ‘ধুলপবনের গাও’ এর পর এবার আরিফ রানা নির্মাণ করলেন ‘দেহকাব্যের গান’। দেহকাব্য কবি কাজী জহিরুল ইসলামের একটি জনপ্রিয় কবিতার বই, যে গ্রন্থে ৪৪টি দেহত্ত্বের কবিতা সংকলিত হয়েছে। প্রতিটি কবিতার ইংরেজি অনুবাদ গ্রন্থটিকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি দিয়েছে। কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন সিদ্দিক মাহমুদ। কবি এবার সেই কবিতাগুলোতে ইন্টারল্যুড এবং ব্রিজলাইন যোগ করে লিখছেন দেহকাব্যের গান। প্রথম গানটি “তুমি কি তার রাখো খবর কে আসে কে যায়/ দুই শত ছয় এক থেকে হয় একের মহিমায়” – এ সুরারোপ করে গেয়েছেন প্যারিসে বসবাসরত মেধাবী শিল্পী আরিফ রানা। আরিফ রানার ব্যতিক্রমী সুরে এবং গায়কী ঢংয়ে গানটি ভিন্ন মাত্রা পেয়েছে। গানটির মিউজিক ভিডিওর কাজও প্রায় শেষ। ভিডিওচিত্র নির্মাণেও আছে নতুনত্বের চমক। বাংলার মাটি থেকে উঠে আসা সুফি গানটিতে পশ্চিমা আধুনিকতার ফিউশন দর্শক শ্রোতার ভালো লাগবে বলে জানান সিনেম্যাটোগ্রাফার ও পরিচালক সৈয়দ সাহিল। ডিজাইন এবং এডিটিং করেছেন রিয়াজ হাসান হৃদয়, ভিডিও চিত্রের মডেল ফরহাদ পারভেজ এবং শিল্পী আরিফ রানা নিজেই। কাজী জহিরুল ইসলাম বলেন, আরিফ রানার মতো একজন মেধাবী সুরকারের সুরে এবং সঙ্গীত আয়োজনে দেহকাব্য এক ভিন্ন উচ্চতা পেয়েছে বলে আমি মনে করি। দেহকাব্য এখন আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আমি এই প্রকাশনার সাফল্য কামনা করি এবং চূড়ান্ত নির্মাণটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

One thought on “আরিফ রানার সুরে আসছে দেহকাব্যের গান

  • সেপ্টেম্বর ১১, ২০২০ at ১১:৩৩ পূর্বাহ্ণ
    Permalink

    কবি কাজী জহিরুল ইসলাম একজন উঁচু মানের ভাবনা চিন্তার মানুষ। কবিতার পাশাপাশি গানেও যে তিনি সিদ্ধহস্ত, একটা আবারো প্রমাণিত হলো। এই গানটি অসম্ভব রকম ভালো হয়েছে।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *