শহীদুল্লাহ রাজুর গুচ্ছ কবিতা

কাব্যকথা

তোমার ভেতর এত রহস্য কেন, কাব্য?
কবিতার মত সরল এবং উপাদেয় হও।
ভাষার সমুদ্র মন্থন করে মুক্তা খোঁজে স্রষ্টা
খাজু ঋজু চারু রুপ দেহে
স্রষ্টার ভাগ্য দ্রষ্টা কাব্য নিজেই!
রত্নযোনী তার পরশ পাথর-
ধ্যানমগ্ন হিমালয় চুড়া ডুব দিতে চায়।

অতলে তলিয়ে দেখ সারভিক্স ফোর ফিঙ্গার হলো নাকি?
এবার পজেটিভ ফিডব্যাকে মনি সব বের করে দাও।
খনিমুখে আটকানো পর্দা ছিড়ে
যদি দু’ফোটা রক্ত ঝড়ে
কবিদের কি দোষ দেবে বলো..?
ডুব যদি প্রাণদায়ী হয়…

আমাদের যৌথ খামার

আমাদের যৌথ-খামারে-
গবাদির পাল সব ডানা কাটা পরি,
মাছেদের গ্রামে থাকে ডাহুক নারী,
মিছেমিথ; রক্ত মেশাতে থাকে রাখাল কৃষক-
অজানার রাজ্যে চাষ বিস্তীর্ণ তৃণ বন,
গলা টিপে ডাহুক নারী ডাকিছে আপন।।

আমাদের যৌথ-খামারে-
চাঁদের আলো ঝড়ায় পরীদের ঘাম,
বোতল বোতল ভরিয়ে শোধ মজলুমি দাম,
ঝিকমিক কিশোর সুরুজ জলে দেয় ডুব-
খেতে চায় ধোঁয়া-ওঠা ফেন ও ভাত,
রং মেখে লাল হয় কিশোরী প্রভাত।।

আমাদের যৌথ-খামারে-
বাবা বাবা মা-মা ডাকে ফসল পুতুল,
ভালোবাসা লালচোখে কৃষকের ভুল,
তুলতুলে রোদ মাখে রূপালী ভোঁদড়-
আনকোরা জলমোরগ বুকে বর্ষার দোল,
ভাজহীন দুটি পাতা ভাজ করে ডাহুকী নিশ্চল।।

আমাদের যৌথ-খামারে-
লাল গোলাপ টিউলিপে ভালোবাসা ফলে,
বেবুন ও বানরে আলিঙ্গন চলে,
কৃষক চেনেনা ভালো স্তন-উরু নদী-
লাল চোখে তেড়ে এসে নারী নখরে ধরে,
গলায় জড়িয়ে অমানুষ মানুষ করে।।

আমাদের যৌথ-খামারে-
অমানুষ মানুষ আর মানুষের চাষ,
নির্মল টলটল জল ঘাসে সবুজ আবাস,
ভালোবাসায় বিষপানি পুত শ্রম ঘাম-
মানব শিশু প্রসব খনিমুখ রত্নযোনী,
আমাদের যৌথ-খামার ধরাতে ধনী।।

কিভাবে স্মৃতি মুছবো?

কাল বৈশাখীর মতোন উমত্ত প্রেমে
তোমাকে ভেবে প্রতি সেকেন্ডে
হাজার হাজার সন্তানের জন্ম হয়
সন্তানে সন্তানে ভরে ওঠে সাত আসমান
সবার নাম রাখা হয় তোমার নামে
বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ে সে খবর
আর রাষ্ট্র হও তুমি
তখন কিভাবে মন থেকে স্মৃতি মুছতে বলো??

যে তোমার চোখে পৃথিবী সবুজ
তোমার শ্বাসে ভরে প্রান
তোমার তিলে রাজ্য সীমানার চিহ্ন আঁকা হয়
তোমার পায়ে পাড়ি দেয়া হয় তিন ভুবন
আর তোমার আঙ্গুল হয়ে ওঠে সুষম খাবার
তখন কিভাবে মন থেকে স্মৃতি মুছতে বলো??

তোমার রক্তগ্লুকোজে শক্তি খুঁজে
মন যখন চিতল হরিণ।
তখন মন থেকে স্মৃতি মুছতে না বলে
মৃত্যুদন্ড দাও
মৃত্যু দড়িতেও তোমার সন্তানের জনক হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *