আদিল সাদের একগুচ্ছ অনু কবিতা

পাপ

রক্তে জমেছে ভাইরাস,
শিরা-উপশিরায় নেশারঝোঁকের কারবার
উর্ণাজালে ফাঁদে আটকে মৃত্যুর ফাঁদ
ধরা খেলে মন্দ বলার স্বভাব!
সত্যি, ‘ঈশ্বর সব দোষই তোমার’।

প্রেসক্রিপশন

ভালোবাসার নামে লেখা হয় কি সংলাপ
রং বিহীন হয় কি জীবনের আস্তরন!
তবে তাই হোক
তোমার না বলা প্রেসক্রিপশন।

সুখ

নিঃসঙ্গ হয়ে যাও সুখ পাবে
হারিয়ে যেওনা কষ্ট পাবে
শৈল্পিক হও আনন্দো পাবে
বন্ধুত্ব করো অমরত্ব পাবে
মানুষের মতন মানুষের সাথে!

শিরোনাম

ক্ষমতা আর অর্থে বিক্রির নাম তুই
স্মৃতির বুক আঁকড়ে ভালোবাসা বিলাই
সবই ছিল ,সবই আছে, মূহুর্তেই বর্তমান
ভালোবেসেই তাই নাম দিলাম
তোমার আমার স্মৃতির শিরোনাম।

লুট

চলে এসো বুকে
লুট করো আমায়
আমি শান্ত হবো
তোমার আলতো ছোঁয়ায়।

ব্যথা

সব ব্যথাই উজাড় করে দিব
যদি আমায় ছুঁয়ে দেখ
সব কথাই আপন করে দিব
যদি নামটি ধরে ডাকো।

মোহ

তোমার নিষ্পলক দৃষ্টি, আমার একাকীত্ব প্রহর
সীমাবদ্ধ পৃথিবীর হাতে বন্দী
ভালোবাসা চাওয়া আর দু’হাতে ভিক্ষা চাওয়া
আমার পৃথিবীর কাছেই যেন নিয়মতান্ত্রিক সন্ধি।
মানুষ একা হয়, একা থাকে
শুধু মোহে বেঁচে থাকে
শতাব্দী থেকে শতাব্দী
মোহে কেটে গেলে, সে বেঁচে থাকে
বিষাদের তীব্রতায়, অজানা কষ্টে
নিশ্চুপ কোন অসমাপ্ত গল্পে
যার এক একটি গল্পের পর্বই হয় মোহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *