বুকের তাজা রক্ত ঢেলে আফিফ জাহাঙ্গীর আলি ( উৎসর্গ: ভাষাসৈনিক এম শামছুল হক)

একুশ আমার নব চেতনার উন্মেষ
একুশ আমার মায়ের মধুর ভাষা
একুশ আমার ভাবনার বুলি
একুশ আমার নিত্যদিনের সঙ্গী আমরি বাংলা ভাষা
একুশ আমার উজ্জ্বল আগামীর অপার সম্ভাবনা
একুশ তুমি এলে তাই ফোটা ফুল পলাশ-শিমুল রাঙা
একুশ আমার হাজার বছরের লালিত স্বপ্নের স্তম্ভমূল
একুশ মানেই পৃথিবীর বুকে বাঙালির গৌরবগাঁথা
একুশ এলো কারফিউ ভেঙে তীব্র বিক্ষোভ আন্দোলনে
একুশ পেলাম বুলেটের ভয় ঠেলে ইস্পাত কঠিন প্রতিবাদী হাত তুলে
একুশের জয় বীরদর্পে সাহসী বাঙালির বুকের তাজা রক্ত ঢেলে
একুশ আমার ভাই-বোন স্বজন হারানোর অনন্ত ব্যথা
একুশ আমার পায়ে হাঁটা প্রভাত ফেরির শোক
অমর একুশে বাঙালির স্মৃতির মনিকোঠায় মিনার।

৩ thoughts on “বুকের তাজা রক্ত ঢেলে আফিফ জাহাঙ্গীর আলি ( উৎসর্গ: ভাষাসৈনিক এম শামছুল হক)

  • ফেব্রুয়ারি ২১, ২০২০ at ৩:২১ পূর্বাহ্ণ
    Permalink

    অসাধারণ কবিতা লিখেছেন ভাই

    Reply
  • ফেব্রুয়ারি ২১, ২০২০ at ১২:৪৭ অপরাহ্ণ
    Permalink

    মরহুম শামসুল হক সাহেবকে উৎসর্গ করে আফিফ জাহাঙ্গীর আলি ভাইয়ের লেখা কবিতা “বুকের তাজা রক্ত ঢেলে” ভাষা আন্দোলনে তৎকালীন নাসিরাবাদ, বর্তমান ময়মনসিংহের প্রভাবশালী মুসলিম পরিবারের মানুষের চেতনায় স্বাধিকারবোধের প্রতি সচেতনতার অস্তিত্ব খুজতে নতুন প্রজন্মকে সাহায্য করবে।

    Reply
  • ফেব্রুয়ারি ২৫, ২০২০ at ৭:২৯ পূর্বাহ্ণ
    Permalink

    বাহ কি অসাধারণ কাব্যিক বুনোন

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *