কবি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মাসুদ পথিকের নতুন চারটি কাব্যগ্রন্থ পাওয়া যাচ্ছে

গত ২০১৯’ র ডিসেম্বর ২৭ তারিখ, মায়া: দ্য লাস্ট মাদার’ রিলিজ হয়েছে। সিনেমাটি নির্মাণ করতে আমার লেগেছিলো প্রায় ৪ বছর।
এতো টাইম লাগাটা কোনো কৃতিত্বের অংশ নয় যদিও। এখন দ্রুতগতিতেই কাজ হবে। হচ্ছে । আগামি সিনেমা এবছরই রিলিজ হবে।
মায়া নির্মাণে ভালো করার চেষ্টার কমতি ছিলো না আমার দিক থেকে। দিয়েছিলাম নিবিড় অনুশীলন। তবে ভালো’র-তো আর শেষ নেই। এটা আপেক্ষিকও। কেমন হয়েছে মায়া? তা দর্শক রায় দিচ্ছে। দিতেই থাকবে।

মায়া নির্মাণ লড়াইয়ে অনেকে অংশ হয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।

কিন্তু কবিতা আমার সার্বক্ষণিক তৎপরতা। আমি কবিতার মধ্যেই থাকি সবসময়। যেমন সিনেমা নির্মাণ করতে এসেও কবিতাই লিখি ভিজ্যুয়ালে, এবং ভিজ্যুয়ালের বাইরে।

তো, অনেক লেখা কবিতা জমে গিয়েছিলো, তাই এবছর চারটি নতুন কবিতার বই প্রকাশ হচ্ছে। একই মেলায় চারটি নতুন বই প্রকাশ করার কারণও আছে। এবছরের শেষ দিকে আমার বাছাই বা নির্বাচিত কবিতার বইটি প্রকাশ হবে।

আমার কবিতা যাদের নূন্যতম ভালো লাগে। কিনতে পারেন বইমেলা থেকে। ২০২০ বইমেলায় প্রকাশিত বইগুলি:-
কান্নার কুনাঘর, ছিন্নপত্র প্রকাশ, স্টল নম্বর ১২৪
চাষার কাম, ব্রাত্য ক্রিয়েশন, স্টল ১২৪
ধানবাজারে এইসব নন্দনবেপারি এন্ড নিউ কলোনিয়াল কোলাহল, কবিতাচর্চা
আমন আউশ দু’বোন বা পণ্য অথবা প্রকৃতি আর যা যা, নবসাহিত্য প্রকাশন।
তাছাড়া আমার পুরোনো কয়েকটি বই এখনো বিভিন্ন প্রকাশনী এবং রকমারি. কমে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *