শায়লা শিকদার-এর ছড়া
পানি থইথই
উঠান জুড়ে হাটু পানি,
খালে-বিলে জল?
বৃষ্টি-ঝরে পানি থইথই
পুঁটি ধরবো চল।
বরশী নিয়ে ছুটে চলে
গায়ের দুষ্টু দল
সন্ধ্যা বেলা ঘরে ফিরে
খুশির নামে ঢল।
ভীতু ছেলে
গুড়ুমগুড়ুম আকাশ ডাকে
হঠাৎ পড়ে বাজ,
যেয়োনা মা আমায় ছেড়ে
থাকুক যতই কাজ।
তোমার ছেলে বড়ই ভীতু্
জানো সেটা তুমি।
বৃষ্টি এলে, বাজের শব্দে
কেঁপে ওঠে ভূমি ।
চাষীভাই
চাষী ভাইয়ে চাষ যে করবে
পানি কোথাও নাই
আষাঢ় এলো আষাঢ় এলো
দেখো চাষী ভাই।
বৃষ্টি এলে পানি হবে
ফলবে সোনার ধান,
হেমন্তে ভাই দাওয়াত দিয়ো
গাইবে যখন গান।