গুচ্ছ ছড়া- শাহীন রায়হান

একটি ছবি

একটি ছবি আঁকতে গিয়ে শেষে
কত ছবি হয়ে গেল আঁকা
কোকিল ডাকা হরিণঘাটার বনে
রূপার বরণ একটি নদী রাখা।

নদীর জলে নৌকা চলে ভেসে
দাঁড়ে বসা একটি দোয়েল পাখি
সবুজ ঘাসে রঙিন প্রজাপতি
রঙ তুলিতে নিলাম যখন আঁকি।

উঠলো ফুটে শরৎ মেঘের বেশ
এই ছবিটা অন্যকিছু নয়
জোনাই জ্বলা সোনার বাংলাদেশ।
.

বিষখালী নদী

রূপ-রূপালী রূপের বন্যা স্নিগ্ধ জলের ধারা
কে তুলে যায় মৃদু ঢেউয়ে দু’কূল জুড়ে সাড়া
কে ধুয়ে দেয় বন পাদুকা হীরক বরণ বালি
কে এঁকে যায় স্বপ্ন বুকে? মালতি বিষখালী।

শন শন শন ঝাউয়ের শাখায় পাখির আনাগোনা
তোমার সাথে বনপাখিদের প্রেমের স্বপ্ন বোনা।
রূপ রূপ রূপ রূপার ইলিশ নৌকা সারি সারি
গাঙচিলেরা তোমায় ছুঁয়ে আকাশটা দেয় পাড়ি।
.
মন ভরানো প্রাণ তটিনী তোমার শীতল জলে
রাত জেগে চাঁদ হিমেল হাওয়ায় মনের কথা বলে।
তোমার চরে আছড়ে পড়ে স্মৃতির জলরাশি
প্রিয়তম নদী তোমায় বড্ড ভালোবাসি।
.

নীল আকাশের ডাকে

ঐযে দূরের আকাশ
ঝুলে আছে মেঘ বালিকার ফাঁকে
আকাশ জুড়ে ঝিকিমিকি তারা
রাত হলেই হাতছানি দেয় ডাকে।
.
ঝিঁঝিপোকার মনমাতানো সুরে
রাতটি ছিলো যেন পাগলাপাড়া
লক্ষ্মী পেঁচার ডানায় সওয়ার হয়ে
পুল পেরিয়ে দিলেম ডাকে সাড়া।
.
আকাশ জুড়ে থোকা থোকা মেঘে
দিগন্তটা তখন যেন ধুধু
চাঁদের বুড়ি বড্ড কাজের বলে
ঝলমলিয়ে কাটছে সূতা শুধু।
.
নীল আকাশের দিগন্তটা জুড়ে
নূপুর পড়া নীল পরীদের নাচে
গোলকধাঁধায় ছানাবড়া চোখে
পথ হারালাম চাঁদের বুড়ির কাছে।
.

আকাশের আর্শিতে

আকাশের আর্শিতে ঝিকিমিকি তারা
ধুয়ে যায় বৃষ্টিতে জেগে থাকে যারা
ফুল ফোটে গাছে গাছে নীল পরী নাচে
চাঁদ হাসে মিটিমিটি তারাদের কাছে।
.
এলোমেলো হাওয়া বয় জোনাকি জ্বলে
ঘুম ভাঙা পাখিরা নানা কথা বলে
সাদা মেঘ উড়ে উড়ে করে বাজিমাত
বুকে জমা কথাগুলো বলে যায় চাদঁ।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *