শাহীন রায়হান এর ছড়া

বিজয় নিশান

বুকটা ছিলো দুঃখ ভরা
কষ্ট ছিলো মনে
কষ্ট ছিলো ধানের ক্ষেতে
সবুজ শ্যামল বনে।

কষ্ট ছিলো কৃষক শ্রমিক
বৃদ্ধ শিশুর হাসিতে
কষ্ট ছিলো মা- বোন আর
পোড়া বাঁশের বাঁশিতে।

কষ্ট ছিলো শিউলি বকুল
রক্ত জবা রঙ্গণে
তাইতো সবাই ঝাঁপিয় পড়ে
সেদিন রণ অঙ্গনে।

কষ্টগুলো শক্তি করে
দেশের জন্য যায় লড়ে
শত্রুসেনা নিপাত করে
দেশ বাঁচানোর এই ঝড়ে।

পায়ের নিচে শত্রু সেনার
যুদ্ধ ঘাঁটি গুড়িয়ে
ডিসেম্বরে বিজয় নিশান
দেয় বাঙালি উড়িয়ে।

স্বাধীনতার সূর্য




দেশের বাতাস ভারি ছিল দুঃখে
কষ্ট ছিলো সব মানুষের বুকে
দেশটা জুড়ে আঁধার ছিলো
সময় তখন কাঁদার ছিলো
মানুষগুলো কেউ ছিলো না সুখে।

দেশের মানুষ জীবন তুচ্ছ করে
দেশ বাঁচাতে খুব প্রতিরোধ গড়ে
শত্রু ঘাঁটি পুড়িয়ে
বিজয় নিশান উড়িয়ে
স্বাধীনতার সূর্য আঁকে ১৬-ডিসেম্বরে।

বিজয় মানে




বিজয় মানে পাখির মতো ওড়া
সুতো কাটা রঙিন ঘুড়ি
লাগাম ছাড়া ওড়াউড়ি
হাওয়া ছুঁয়ে আকাশটাকে ঘোরা।

বিজয় মানে আলো রাশি রাশি
লাল সবুজের মাখামাখি
ঘাসের বুকে আঁকাআঁকি
রাখাল ছেলের মাতম তোলা বাঁশি।

বিজয় মানে সুখের পরিবেশ
বীর বাঙালির জয় বাংলা সুর
মায়ের আদর সুখের সমুদ্দুর

শেখ মুজিবের সোনার বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *