আব্দুল মালেক জাগরণীর গুচ্ছ ছড়া

শীতবুড়ি

ছেলে-বুড়ি ছুড়া-ছুড়ি

শীতে কাঁপে থরথর

আর বুঝি বাঁচে নারে

থুড়া টিটম্যান কর।

সূর্যটা ওঠে তবু

একেবারে হিট না

এইবার শীতে বুঝি

সূর্যটা ফিট না।

শীতবুড়ি আর বেশি

করিস না বাড়াবাড়ি 

এই দেশ তোর নারে

ভাগ তুই তাড়াতাড়ি। 

যাও যাও দূর হও

আর কোন গীত না

যদি তোর দেখা পায়

ধরে দেব পিটনা।

নতুন বই

নতুন বইয়ের ঘ্রাণ ছুটেছে 

গ্রাম শহর ও বন্দরে

নতুন বই-এ নতুন পড়া

লাগছে নাতো মন্দ রে।

আগের চেয়ে বইগুলো সব

একটুখানি মোটা-রে

আমার খুকি হচ্ছে বড়

দিস না তোরা খোটা-রে।

আতা গাছে তোঁতা পাখি

মিষ্টি মধুর গান ধরে

আমার খুকি গানের পোকা

সুরের সুধা পান করে।

হরেক পড়া মিষ্টি ছড়া

হাট্টিমাটিম ডিম পাড়ে

ডিমের ভিতর বাচ্চা নড়ে

আমার খুকির মন কাড়ে।

দায় কার?

বাবার সাথে পড়তে যাব

নদীতে মাছ ধরতে যাব

নদীর বুকে ঢেউ নেই,,,,, 

তাকিয়ে দেখি, একা আমি

আমার পাশে কেউ নেই!

মায়ের সাথে ঘুরতে যাব

নীল আকাশে উড়তে যাব

আকাশ পাড়ে নাও নেই,,,,,,

পিছন ফিরে, চেয়ে দেখি

আমার পাশে মাও নেই! 

ভাইয়ের সাথে খেলতে যাব

খুশির ডানা মেলতে যাব

তাতে কারো সায় নেই,,,,,,,

সব শিশুদের সবাই আছে

আমার কোন ভাই নেই। 

তোমরা আমায় বোকাই ভাব

এই শহরের টোকাই ভাব

ভাবতে পার, কার কী ক্ষতি!

ওহে সমাজ, আমার প্রতি

তোমার কোন দায় নেই? 

গাঁয়ের সাথে মায়ের সাথে

এই যে খুকি খুকির মাথায়

ঘন কালো চুল আছে

মাথার উপর বেণীর মাঝে

টকটকে লাল ফুল আছে।

সূর্যরাঙা টিপ কপালে

কানে পরা দুল আছে 

হাতে চুড়ি নাকে নলক

কোথাও সাজে ভুল আছে?

মেঠো পথে গাছগাছালি 

ছোট্ট নদীর কূল আছে

এ গাঁর মানুষ ও গাঁয়ে যায়

নদীর উপর পুল আছে।

সবুজ শ্যামল রূপের রাণী

তার কি কোন তুল আছে? 

গাঁয়ের সাথে মায়ের সাথে

ভালোবাসার মূল আছে।

One thought on “আব্দুল মালেক জাগরণীর গুচ্ছ ছড়া

  • ফেব্রুয়ারি ৩, ২০২০ at ১০:২৬ অপরাহ্ণ
    Permalink

    কাব্যশীলন ছড়িয়েযাক সকল মানুষের মনের গহনে।

    Reply

Leave a Reply to আব্দুল মালেক জাগরণী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *