আজ শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের জন্মদিন
আজ শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের জন্মদিন। তিনি শিশুসাহিত্যিক হলেও এদেশের জাতীয় পত্র-পত্রিকা, দেশ বিদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল-সহ কলকাতার বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন কবিতা এবং ফিচার। পেশা চাকরি। নেশা লেখালেখি, সাংবাদিকতা। দৈনিক ভোরের কাগজে কাজ করেছেন টানা ২৪ বছর। খণ্ডকালীন কাজ করেছেন প্রথম আলো, জনকণ্ঠ-সহ বিভিন্ন পত্রপত্রিকা এবং ইটিভির মুক্তখবর অনুষ্ঠানে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টি। এর মধ্যে শিশুতোষ বইয়ের সংখ্যাই বেশি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন নাট্যদল গণনাট্যকেন্দ্রের সঙ্গে। ইমরুল ইউসুফ শিশুদের জন্য নিয়মিত গল্প, ছড়া লিখলেও ফিচার লেখায় সিদ্ধহস্ত। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত লেখার সংখ্যা আড়াই হাজারেরও বেশি। অতি সম্প্রতি লেখা শেষ করেছেন পদ্মাসেতু নিয়ে দেশের প্রথম কিশোর উপন্যাস ‘বিস্ময়কর সেতুবালক’। এই উপন্যাসটি জনপ্রিয় ওয়েবম্যাগ কাব্যশীলনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ কথাপ্রসঙ্গে জানালেন, আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামের অক্ষরবৃত্ত প্রকাশন থেকে এই উপন্যাসটি প্রকাশিত হবে। বর্তমানে লেখালেখির ব্যস্ততা প্রসঙ্গে বললেন, ‘৬/৭টি ঈদ সংখ্যায় লেখা দেওয়ার কারণে গতমাসে ভীষণ ব্যস্ত সময় কেটেছে। এছাড়া ‘শেখ লুৎফর রহমান ও বঙ্গবন্ধু : পিতা-পুত্রের সম্পর্ক’ শিরোনামে গবেষণামূলক একটি বইয়ের কাজ শেষ করেছি। বর্তমানে বইটির চ‚ড়ান্ত সম্পাদনা এবং আলোকচিত্র অংশের কাজ চলেছে। আমার বিশ্বাস বইটি থেকে পাঠক নতুন অনেক তথ্য পাবেন। অজানা বিষয় জানতে পারবেন।’
ইমরুল ইউসুফের প্রকাশিত বই ও পত্রপত্রিকা— রম্যরচনা : অতি অল্প ট্যারা গল্প, মিয়াজী পাবলিকেশন্স, ২০০৬; ফাটাফাটি ভালোবাস, গ্রন্থ কুটির, ২০১৯। কবিতা/ছড়া : আমার ঘরের দেওয়ালে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, দেশজ প্রকাশন, ২০২০; তোমার চুল আকাশে হেলান দিয়ে নক্ষত্র দেখে, বাতিঘর প্রকাশনী, ২০০৬; মজার পড়া ফলের ছড়া, ছোটদের বই, ২০১৮; ক্যাম্পানুকাব্য, সিঁড়ি প্রকাশন, ২০১২। শিশুতোষ গল্প : ভালোবাসার সবুজ গাছ, সিঁড়ি প্রকাশন, ২০১১; গল্পে গল্পে অঙ্ক শিখি, নওরোজ কিতাবস্তান, ২০১৬; এসো গল্প পড়ি, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৩; ছবিতে ছবিতে গল্প, ঢাকা আহছানিয়া মিশন, ২০০২; কাটবে সবার ভালো দিন, ঢাকা আহছানিয়া মিশন, ২০০২; শৈশবে আঁকা মুখ, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৪; এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প, সিঁড়ি প্রকাশন, ২০১১; বৃষ্টির মেয়েটা ব্যাঙের ছেলেটা, বাতিঘর প্রকাশনী, ২০০৬; আমাদের বাড়িতে প্রতিদিন একটি হনুমান আসে, নওরোজ কিতাবস্তান, ২০১৬; ফ্রিজের মাছের কষ্ট, জিনিয়াস পাবলিকেশন্স, ২০২০; চড়–ই ও কুমড়ো লতা, শিশু গ্রন্থ কুটির, ২০২১; যুদ্ধের খেলা, শিশু গ্রন্থ কুটির, ২০২২; সাতরঙা আইসক্রিম, সাতভাই চম্পা প্রকাশনী, ২০২২; নানা বাড়ির ছানা ভূত, অক্ষরবৃত্ত, ২০২৩। বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ : শিশু ভাবনায় বঙ্গবন্ধু, গ্রন্থকুটির, ২০১৮; বঙ্গবন্ধুর বাড়ি, বাবুই, ২০২০; বঙ্গবন্ধুর বাড়ির উঠোনে, শিশু গ্রন্থ কুটির, ২০২০। জীবনী গ্রন্থ : মানুষের যিশু, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৪; কৃষ্ণ কথা, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৬; শেরে বাংলা, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৮; আমাদের ভাষাশহিদ, ফুলকি বই কেন্দ্র, ২০০৯। স্থাপত্য : কান্তজীর মন্দির, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৫। বিবিধ গ্রন্থ : মিলিয়ে নাও তোমার হাতের ছাপ, সাহিত্যদেশ, ২০২৩; বাংলাদেশের মাছ, ছোটদের বই, ২০১৯; মনে কতো প্রশ্ন জাগে, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৩; ছোটদের বিশ্বরেকর্ড, ফুলকি বই কেন্দ্র, ২০০২; মুরগি পালন, ঢাকা আহছানিয়া মিশন, ২০১২; ফুল চাষ, ঢাকা আহছানিয়া মিশন, ২০১২; সাইকেল রিক্সা ও ভ্যান মেরামত, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৩; হাউস ওয়্যারিং, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৩। ট্রেনিং ম্যানুয়াল : জীবনভিত্তিক দক্ষতা : ফেসিলিটেটর কর্তৃক ব্যবহারের জন্য প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়াল, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৫; শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ বিষয়ক স্কুল প্রোগ্রাম : সহায়কদের জন্য গাইড বই, ঢাকা আহছানিয়া মিশন, ২০০৪। সম্পাদনা : নির্বাহী সম্পাদক : আলাপ (ঢাকা আহ্ছানিয়া মিশন প্রকাশিত সহজ ভাষার মাসিক পত্রিকা, ২০০১-২০০৫); সহসম্পাদক : নদী (অনিয়মিত সাহিত্যপত্র, ১৯৯৬ থেকে)।
কাজের স্বীকৃতিস্বরূপ ইমরুল ইউসুফ পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা। এগুলো হলো— এসবিএসপি শিশুসাহিত্য পুরস্কার, ঢাকা (২০২২); এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ শিশুসাহিত্য পুরস্কার, ঢাকা (২০২২); আলপনা শিশুসাহিত্য পুরস্কার, চট্টগ্রাম (২০২২); বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার, ঢাকা (২০২১); স্বপ্নসিঁড়ি শিশুসাহিত্য পুরস্কার, জকিগঞ্জ, সিলেট (২০১৭); গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব সম্মাননা, কালিগঞ্জ, সাতক্ষীরা (২০২২); কৃষ্টিবন্ধন সম্মাননা স্মারক, যশোর (২০২২); ইউএস-বাংলা সাহিত্য সম্মাননা, সিলেট (২০২২); সোনার বাংলা সাহিত্য পরিষদ সম্মাননা, ঢাকা (২০২১) এবং স্বপ্নসিঁড়ি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সম্মাননা, জকিগঞ্জ, সিলেট (২০১৬)।
ইমরুল ইউসুফের জন্ম ১৯৭৭ সালের ৪ এপ্রিল সাতক্ষীরার কালিগঞ্জে। বর্তমানে বাংলা একাডেমির উপপরিচালক। জনপ্রিয় এই শিশুসহিত্যিকের জন্মদিনে কাব্যশীলনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।