এহসান মাহমুদের জন্মদিন আজ

আজ ১৭ সেপ্টেম্বর এহসান মাহমুদের জন্মদিন। তিনি একাধারে একজন কবি ও কথাসাহিত্যিক। তাঁর জন্ম মাদারীপুর জেলার কালকিনিতে। শৈশব কেটেছে আড়িয়াল খাঁ পাড়ের জনপদ বাঁশগাড়ি ও খাসেরহাটে। পড়াশোনা করেছেন ইংরেজি ভাষা সাহিত্যে। বর্তমানে ঢাকায় বসবাস করছেন তিনি। পেশায় সাংবাদিক এহসান মাহমুদ দৈনিক সমকালে সম্পাদকীয় বিভাগে কর্মরত।

এহসান মাহমুদের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩টি। এর মধ্যে উপন্যাস- ‌একাত্তরের লাল মিয়া এবং কবিতা- আদিবাসী প্রেমিকার মুখ পাঠক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। এছাড়া প্রবন্ধ ও সমালোচনা সাহিত্য রচনায় বিশেষ মুনশিয়ানা দেখানো এই লেখক দৈনিক পত্রিকায় সমসাময়িক বিষয়ে নিয়মিত কলাম লিখে থাকেন।

নিজের জন্মদিন উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন, আমার এই জন্মদিনে প্রত্যাশা কিছু নাই। তবে আমি নিজের করণীয় ঠিক করেছি। সেটা আপনাদের জানাতে চাই। বাংলাদেশের এখন যে লড়াই, নাগরিকের ভোটাধিকারের নিশ্চয়তা ফিরিয়ে আনা। এটা আমরা সম্মিলিতভাবে করতে চাই। নিজের লেখা চালিয়ে যেতে চাই। বাংলাদেশের এখন যেটা সবচেয়ে বড় সমস্যা- সুশাসন ও নাগরিকের নিরাপত্তা; এটা নিশ্চিত হোক- এই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *