আজ বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক মোহাম্মদ মাহ্ফুজউল্লাহ্-এর ৮৬তম জন্মদিন।

আজ বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক, অগ্রণী নজরুল বিশেষজ্ঞ, নজরুল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাহফুজউল্লাহ্-এর ৮৬তম জন্মদিন। ষাট দশকের শুরুতে সাড়া জাগানো কাব্য ‘জুলেখার মন’-এর কবি এবং তাঁর সময়কালের সাহিত্য-চর্চার পরিবেশ ও কবি-সাহিত্যিকদের নিয়ে অসংখ্য প্রবন্ধ-নিবন্ধের লেখক প্রিয় সাহিত্যিক মোহাম্মদ মাহফুজউল্লাহর স্মৃতির উদ্দেশে আন্তরিক শ্রদ্ধা।
মোহাম্মদ মাহফুজউল্লাহ ১৯৩৬ সালের এইদিনে ব্রাহ্মণবাড়িয়ার নাওঘাটায় জন্মগ্রহণ করেন।পঞ্চাশ দশকের মাঝামাঝি তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং দীর্ঘকাল দৈনিক বাংলায় শীর্ষস্থানীয় পদে কাজ করেছেন। সাহিত্যক্ষেত্রে প্রথম কবিতাতে তাঁর প্রতিষ্ঠা হলেও প্রবন্ধ-গবেষণা ও সাহিত্য সমালোচনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
মোহাম্মদ মাহফুজউল্লাহ‘র প্রকাশিত গ্রন্থ :
কাব্যগ্রন্থ :
‘জুলেখার মন’ [১৯৫৯], ‘অন্ধকারে একা’ [১৯৬০], ‘রক্তিম হৃদয়’ [১৯৬৬], ‘আপন ভুবনে’ [১৯৭৪], ‘মোহাম্মদ মাহফুজউল্লাহর কাব্যসম্ভার’ [১৯৮০], ‘বৈরিতার হাতে বন্দী’ [১৯৯৬]।
প্রবন্ধ-গবেষণা :
‘নজরুল ইসলাম ও আধুনিকতা’ [১৯৬৩], ‘সমকালীন সাহিত্যের ধারা’ [১৯৬৫], ‘মধুসূদন-রবীন্দ্রনাথ’ [১৯৬৭], ‘সাহিত্য-সংস্কৃতি-জাতীয়তা’ [১৯৭০], ‘নজরুল কাব্যের শিল্পরূপ’ [১৯৭৪], ‘কবিতা ও প্রসঙ্গ-কথা’ [১৯৭৫], ‘সাহিত্য ও সাহিত্যিক’ [১৯৭৮], ‘বুদ্ধির মুক্তি ও রেনেসাঁ আন্দোলন’ [১৯৮০], ‘সাহিত্যের রূপকার’ [১৯৮১], `Muslim Traditions in Bengali Literature’ [১৯৮১], ‘মুসলিম বাংলার সাংবাদিকতা ও আবুল কালাম শামসুদ্দীন’ [১৯৮৩], ‘প্রাতিষ্ঠানিক নজরুল-চর্চার ইতিবৃত্ত’, ‘ভাষা আন্দোলনে আবুল কালাম শামসুদ্দীন’,
‘রেখাচিত্র : যাঁদের হারায়ে খুঁজি’ [২০০৬]।
জীবনী : ‘গোলাম মোস্তফা’ [১৯৮৭], ‘সুফী মোতাহার হোসেন’ [১৯৮৮]।
সম্পাদনা : ‘পূর্ববাংলার কবিতা’ [আবু হেনা মোস্তফা কামাল সহযোগে], ‘ফররুখ রচনাবলী’ [আবদুল মান্নান সৈয়দ সহযোগে], ফররুখ আহমদ অনূদিত ‘ইকবালের কবিতা’, ‘আবুল কালাম শামসুদ্দীন রচনাবলী’ [ ১ম থেকে ৩য় খণ্ড-১৯৯৫]।

মোহাম্মদ মাহফুজউল্লাহ’র ‘জুলেখার মন’ শুধু আমার প্রিয় কবিতা নয়, বাংলা সাহিত্যে অন্যতম সাড়া জাগানো কবিতাও। কবির প্রথম কাব্যগ্রন্থের নামও ‘জুলেখার মন’। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯৫৯ সালের জুন মাসে কবির ১৯৫৪-১৯৫৯ পর্যন্ত রচিত ৪৩টি কবিতা নিয়ে।
উৎসর্গ পত্র এরকম : ‘কবি ফররুখ আহমদ শ্রদ্ধাভাজনেষু’।
‘জুলেখার মন’এর অসাধারণ প্রচ্ছদটি এঁকেছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী # প্রকাশিকা : লতিফা বানু সাহিত্য মঞ্জিল ৪১ আগামসিহ লেন ঢাকা- ২ # মুদ্রণে : শ্রী কালাচাঁদ বসাক নারায়ণ মেশিন প্রেস ১৩৪ নওয়াবপুর রোড ঢাকা- ১ # বাঁধাই : খান ব্রাদার্স ১৫ রমাকান্ত নন্দী লেন ঢাকা- ১ # পরিবেশক : রওনক পাবলিকেশান্স ৫/১ সিমসন রোড ঢাকা- ১ # দাম : আড়াই টাকা।
‘লেখকের আরো কয়েকখানা বই’ হিসেবে উল্লেখ রয়েছে :
দিক-দিগন্তরে ( কিশোর সাহিত্য )
পূর্ব-বাংলার কবিতা ( সম্পাদিত )
পাণ্ডুর আকাশ ( উপন্যাস )
সনেট-গুচ্ছ ( প্রকাশিতব্য )।

জু লে খা র ম ন
মো হা ম্ম দ মা হ ফু জ উ ল্লা হ

দক্ষিণের বাতায়নে আসে স্নিগ্ধ মালতীর ঘ্রাণ,
সুন্দরী জুলেখা জাগে একা রাত্রি নৈঃশব্দের বুকে
ঘুমের ঝরোকা তার খুলে দিয়ে চাঁদের আলোকে
সারা রাত কান পেতে শোনে দূর-অরণ্যের গান;
যেখানে তারার ফুল গুচ্ছবদ্ধ রয়েছে অম্লান,
দুধের মতন চাঁদ একাকীই জানালায় জ্বলে–
আকাশ-সমুদ্র থেকে সেও যেন মৃদু কথা বলে
জুলেখা শুনেছে আজ সেই দূর-চাঁদের আহ্বান।
জ্যোৎস্নায় ভরেছে বন, তারি ঢেউ লাগে বাতায়নে,
মনের অরণ্যে তার প্রেমের সোনালি ফুল ফোটে
কে যেন একাকী এসে বলে তাকে একান্ত অস্ফূটে–
অরণ্যের গন্ধ মেখে প্রেমিকের স্বপ্ন নিয়ে মনেঃ
‘প্রেমের অজস্র ফুল তুলে নেবো আমরা দু’জন’
মালতীর সুরভিতে জেগে ওঠে জুলেখার মন !

তথ্যসূত্র
ইউসুফ শরীফ, কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *