কবি নুসরাত সুলতানা’র আজ জন্মদিন
কবি, নুসরাত সুলতানা স্বামী ও একমাত্র পুত্র সন্তান নিয়ে বর্তমানে মিরপুর সেনানিবাসে বসবাস করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি তে সিভিলিয়ান ষ্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। সংসার ও কর্মজীবী নারী হয়েও লেখালেখিতে সমান তালে এগিয়ে যাচ্ছেন। পাশাপশি সোনার বাংলা সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং কাব্যশীলন এর ফোরাম সদস্য। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
লেখালেখি ও সাহিত্যের প্রতি ঝোঁক সেই ছোট বেলা থেকেই।বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই লেখালেখি করতেন।মাঝখানে ছেড়ে দেন। নিজেকে গুছিয়ে নিতে । গত ছয় বছর ধরে আবারও নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, গল্প, প্রবন্ধ। লেখালেখি তাঁর আত্মার মুক্তি,কবিতায় আঁকতে চান প্রেম,বিদ্রোহ, স্বপ্ন,স্মৃতি, জীবন, প্রকৃতি !
গল্পে ফোটাতে চান সময়,সম্পর্ক আর জীবনের নিবিড় চিত্র।
প্রকাশিত গ্রন্থঃ গহিন গাঙের ঢেউ (একক কাব্য গ্রন্থ)
ছায়া সহিস (একক কাব্য গ্রন্থ)
তাহাদের শব্দ প্রপাত,
নৈশব্দের কাব্য।(যৌথ কাব্য গ্রন্থ),
একাদশে বৃহষ্পতি,
শত ভাবনায় বঙ্গবন্ধু,
কলমে কথায় কাব্য সংকলন।