অনুবাদক ও প্রাবন্ধিক মীম মিজানের আজকে জন্মদিন

মীম মিজান। ১৯৮৮ সালের ৩ ফেব্রুয়ারি নীলফামারী জেলার জলঢাকা থানার কৈমারীতে জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হন। স্নাতকে দ্বিতীয় মেধাস্থান ও স্নাতকোত্তরে প্রথম মেধাস্থান অধিকার করেন।

ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ফারসি ভাষা কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ফারসি ছোটগল্প নিয়ে গবেষণারত।

ছাত্রাবস্থা থেকে তিনি লিখালিখি করেন। ছড়া-কবিতা দিয়ে লিখালিখির জগতে প্রবেশ করলেও অনুবাদক এবং প্রাবন্ধিক হিশেবে পাঠক মহলে সমাদৃত। অনুবাদে অবদানের জন্য বঙ্গভূমি বর্ষসেরা পদক-২০১৮ তে ভূষিত হন। উদীয়মান প্রাবন্ধিক হিশেবে বাসাসপ বিশেষ সম্মাননা-২০২০ পান।

বাংলাদেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিকসহ প্রায় সকল সাময়িকীতে তার সরব উপস্থিতি। এছাড়াও পশ্চিমবঙ্গসহ বিশ্বের বাংলা পত্রিকা ও সাময়িকীতে কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ ও কলাম প্রকাশ হচ্ছে নিয়মিত।

ক্লাসিক ও আধুনিক ফারসি কবিদের বাছাইকৃত ১৫০ জন কবির কবিতা অনুবাদ করেছেন। চীন, ভারত, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১০০ জন কবির কবিতার অনুবাদও করেছেন তিনি। তিনি নজরুল নিয়ে গবেষণামূলক কয়েকটি প্রবন্ধ লিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *