কবি গিরীশ গৈরিকের জন্মদিন আজ

বাংলা ভাষার বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় কবি গিরীশ গৈরিকের ৩৩তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের ১৫ আগস্ট গোপলগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন ডোমখ্যাত বরেণ্য এ কবি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে কবি তার জন্মদিনের উদযাপন তিনদিন পিছেয়ে ১৮ আগস্ট নির্ধারণ করেছেন ।

বাংলাদেশ কবিতা মঞ্চের সভাপতি কবি আবু জাফর খান মঙ্গলবার কাব্যশীলনকে জানান, কবির জন্মদিন উপলক্ষে ঢাকায় ও তার জন্মভিটায় ঘরোয়াভাবে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গিরীশ গৈরিক মূলত কবি। তিনি কবিতার পাশাপাশি কাব্যবিষয়ক প্রবন্ধ ও কবিতা অনুবাদ করে থাকেন। এ যাবৎ তার কবিতা ইংরেজি, হিন্দি, নেপালি, পশতু ও অসমীয় ভাষায় অনূদিত হয়েছে।
২০১৬ সালে বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘ক্ষুধার্ত ধানের নামতা’। এরপর ২০১৭ সালে প্রকাশিত হয় ‘মা : আদিপর্ব’, ২০১৮ সালে ‘ডোম’। ২০২০ সালে কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয় ‘মেডিটেশনগুচ্ছ’ ও সম্পাদিত বই ‘বৈঠকখানায় নির্মলেন্দু গুণ’।

কবি গৈরিক সাধারণ এক কৃষক পরিবারের সন্তান। তিনি এসএসসি পরীক্ষা শেষ করেই তার নিজ গ্রামে গড়ে তোলেন ‘গীতাঞ্জলি সাহিত্য পরিষদ’। বর্তমানে তিনি সাহিত্যের আন্তর্জাতিক বহুভাষিক অনলাইন পত্রিকা ‘পোয়েম ভেইন’এর সম্পাদক ও ‘বাংলাদেশ কবিতা মঞ্চ’ এর সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *