আজ কবি বঙ্গ রাখাল এর জন্মদিন

বাংলা কবিতায় সব সময় কিছু প্রতিশ্রুতিশীল কবিদের আবির্ভাব ঘটে। বঙ্গ রাখাল সেই দলভূক্ত। কবিতার মাত্রা, নির্মাণ, চিত্রকল্প, মিথ প্রয়োগে সেই দক্ষতার কথা বলে। বঙ্গ রাখাল একইসঙ্গে গদ্যকার ও গবেষকও বটে। তার কবিতায় স্বদেশ, নারী, প্রকৃতি, নস্টালজি, আন্দোলন, প্রতিবাদ, সহবাস করে। সময়ের প্রেক্ষাপটকে কবি বার বার ধরতে চেয়েছেন এবং সমাজ সচেতনতা তার লেখায় সুস্পষ্ট ফুটে ওঠে। তিনি মনে করেন ‘নিজেকে ভেঙে মুচড়ে আবার জন্ম দেওয়াই কবিতা’। কবিতা তাকে ‘মায়া হরিণের মত দিকবিদিক ছুটিয়ে চলে’।

বঙ্গ রাখাল
জন্ম : ১২ জুন, ঝিনাইদহ।

শিক্ষা : ঝিনাইদহের বসন্তপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি, দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজ (ঝিনাইদহ) থেকে এইচ.এস.সি। সাভার গণ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতিতে স্নাতক (সম্মান) এবং একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অফ ইকনোমিকস থেকেপোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিকস ডিগ্রী। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে গণহত্যার উপর পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন। বর্তমানে তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সদস্য।
কর্মজীবন : লক্ষ্মীপুর, ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের বাংলার প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি সমাজসেবামূলক একটা বেসরকারী সংস্থায় কর্মরত।
প্রকাশিত গ্রন্থ :
১. সংস্কৃতির দিকে ফেরা (প্রবন্ধ, ২০১৫)
২. লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ (গবেষণা, ২০১৬)
৩. মানবতাবাদী লালন জীবন অন্বেষণ (প্রবন্ধ, ২০১৭)
৪. হাওয়াই ডাঙ্গার ট্রেন (কবিতা, ২০১৮)
৫. মনীষা বীক্ষণ ও অন্যান্য (প্রবন্ধ, ২০১৮) 
৬. অগ্রন্থিত রফিক আজাদ (সম্পাদনা, ২০১৯)
৭. পাগলা কানাই ও তাঁর তত্ত্ব দর্শন (সম্পাদনা, ২০১৯)
৮. লণ্ঠনের গ্রাম (কবিতা-২০১৯)
৯. ছোটবোয়ালিয়া-জয়ন্তীনগর-বসন্তপুর গণহত্যা (অভিসন্দর্ভ)

সম্পাদিত ছোট কাগজ : নিহারণ, বঙ্গস্বর, শঙ্খধ্বনি, শব্দকুঠি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *