তিনটি কবিতা সালাহ উদ্দিন মাহমুদ

বাড়েনি মজুরি ও মানবতা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছে
বেড়েছে মৃত্যুর সংখ্যাও-
বেড়েছে ঝুঁকি, ভয়, আতঙ্ক কিংবা বন্দিদশা।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম তো বাড়ছেই
বেড়েছে পরিবহন ভাড়াও-
বেড়েছে চিকিৎসা খরচ, জীবাণুনাশকের দাম।

বেড়েছে চাকরি হারানো বা বেতন কাটার ভয়
বেড়েছে চাপ কিংবা কর্মঘণ্টা-
কিন্তু বাড়েনি মজুরি, রয়েছে আগেরটা।

বেড়েছে নিষ্ঠুরতা বা চুরি-ডাকাতির মহামারী
বেড়েছে মনের দূরত্বটাও-
খুব বেশি বাড়েনি কিন্তু মানুষের মানবতা।

প্রতিবাদ করতে ভুলে গেছি

আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি
তাই প্রকৃতির ছবি তুলি,
আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি
তাই প্রেমের কবিতা লিখি।

আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি
তাই শ্রেণিকক্ষে নামতা পড়াই,
আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি
তাই রাজপথে একতার গান গাই।

আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি
তাই গণসংগীতের সংস্কার করি,
আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি
তাই শান্তিতে ঘর-সংসার গড়ি।

আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি
তাই অনেক কিছু করে যাচ্ছি।

অনন্ত পিপাসা

অনন্ত পিপাসার পর কতটুকুই বা জল পাবো?
বিশাল জলরাশি তোমার বন্দর ছুঁয়ে গেছে।
অচেনা নাবিক ভিনদেশি জাহাজ
অথচ লোনাজলে মেটে না তৃষা।
তুমি এক আজলা জল দিলে
ভিজিয়ে নিতে পারি গলা,
হাত বেয়ে গড়িয়ে পড়া পানিও
শুষে নিতে পারি নিমিষেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *