আজ শিশুসাহিত্যিক মালেক মাহমুদের জন্মদিন কাব্যশীলনের পক্ষ থেকে শুভেচ্ছা

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় উত্তরমেরুন্ডী গ্রামে ৫ এপ্রিল ১৯৬৯ সাল জন্ম গ্রহণ করেন। শিশুসাহিত্যে অনন্য নাম মালেক মাহমুদ। তিনি অতি সহজে শিশু-কিশোরদের নাচাতে পারেন। হাসাতে পারেন। শিশুদের নিয়ে যেতে পারেন স্বপ্ন ও কল্পনার জগতে। তার লেখায় ফুটে ওঠে দেশমাতৃকার কথা। মাটি ও মানুষের কথা। তিনি লিখে চলছেন আপন মনে। মানুষের জন্য। শিশুমন ভোলাতে। ছড়া কবিতা, গল্প, জীবনী, প্রবন্ধ। তিনি বোঝেন শিশু-কিশোরদের মনের ভাষা। তাই তাদের উপযোগী করে লিখে যাচ্ছেন। কাব্যশীলনের মাধ্যমে শিশুসাহিত্যিক মালেক মাহমুদ বলেন। বাংলাদেশের শিশুরা প্রকৃত বাঙালি হয়ে উঠুক— এই শিশুরাই এ দেশকে সোনার বাংলায় পরিণত করবে। এর জন্যই লিখে যাচ্ছি।

মালেক মাহমুদের শিশু-কিশোর উপযোগী ছড়া-কবিতার বই

১. এক দুই তিন
২. সবুজের হাসি
৩. কাগজের নাও
৪. সোনার থালায় চাঁদকে রাখি
৫. যমুনা তুই দুষ্ট ছিলি
৬. অামার গাঁয়ের মাটি
৭. ফুল কুঁড়ি
৮. ফড়িং পাখি ফুলের অাঁখি
৯. ছড়ার বই ছড়া কই?
১০. হতচ্ছড়া হুলো বিড়াল
১১. মেঘের নদী
১২. মেয়ের অাঁকা বাবার ছড়া
১৩. গঙ্গবুড়ির পালের নাও
১৪. যা পাই তাই খাই
১৫. বলতে পারো কেউ
১৬. একশ ফুলের ঢেউ
১৭. ছড়াগুলো ছড়া নয়
১৮. তাল পাতার বাঁশি
১৯. পুতুর রানির ছড়া
২০. লাউয়ের মাচায় ঝিঙেফুল
২১. ছড়া টম টম
২২. ছড়ার বুড়ি উল্ট হাঁটে
২৩. ফুলের গন্ধে মুগ্ধ সকাল
২৪. বৃষ্টি অামার বন্ধু
২৫. সোনা ঝরা চিকচিকে রোদ
২৬ অাত্মভোলা মনটা অামার
২৮. ছড়া সমগ্র -১
২৯. ছড়া সমগ্র – ২
৩০. একুশ অামার পতাকা অামার
৩১. নির্বাচিত ছড়া-কবিতা
৩২. ফোকলা দাঁতের ছড়া
৩৩. হাওয়াইগাড়ি
৩৪. শতবর্ষে শত ছড়ায় বঙ্গবন্ধু
৩৫. ছড়ার নাতি পাগলা হাতি

বড়দের জন্য মালেক মাহমুদের বই

৩৩.চুটকি ছড়া- ১
৩৪. চুটকি ছড়া – ২

মালেক মাহমুদের শিশুতোষ গল্পের বই

১.ব্যাঙ উড়ে অাকাশে
২. অদ্ভুত এক প্রাণি
৩. চাঁদের দেশে ভম্বল
৪. নীল ঘোড়া ও ব্যাঙ
৫. চাঁদপরি
৬. লাল মোরগের কুককুরকু
৭. ঘুড়ি
৮. ছোটমামার ভূতবাড়ি
৯. হাতি এলো ব্যাঙের বাড়ি
১০. ফিলু ফকিরের হিরের থলে
১১. লাল রঙের গল্প
১২. নাসিরউদ্দিন হুজ্জার গল্প
১৩. সবুজ প্রজাপতি লাল ফড়িং
১৪, অয়ন ও একটি গাছ
১৫. ভূতপরির ঘরবাড়ি
১৬. কালো পরির

মালেক মাহমুদের জীবনীগ্রন্থ

১. বরেণ্য পঁচিশ বাঙালি
২.বিশ্বজয়ী বাঙালি বিজ্ঞানী
সম্পাদনা – ৩টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *