বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলার উদ্বোধন

বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপি কবি সম্মেলন ও বইমেলার। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, বগুড়া লেখক চক্র পুরস্কার প্রাপ্ত কবি আমিনুল ইসলাম।

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও উদ্বোধক এর সহধর্মিণি রুখসানা পারভীন লীনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু এবং নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ত্ব খলিলুর রহমান চৌধুরী। বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার।

কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বরে বইমেলা চলছে। বইমেলায় অংশগ্রহণ করেছে বাংলা একাডেমি, নৈঋতা ক্যাফে, কবি মানস, বগুড়া লেখক চক্র, পিঠাঘর এবং অধুনা নামের হ্যান্ডিক্রাফট। উদ্বোধক ফিতা কেটে দুই দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। এর আগে জেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

১ম দিনে কথা ও কবিতার তিনটি পর্বে কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন শোয়েব শাহরিয়ার, সরোজ দেব, জাহাঙ্গীর ফিরোজ, জিএম সজল, ডা. সামির হোসেন মিশু, প্রদীপ ভট্রাচার্য্য শংকর, আমজাদ হোসেন মিন্টু, সাদেকুর রহমান সুজন, জিএম সাকলাইন বিটুল, কবি মাসরুরা লাকী, নাজমুল হেলাল, জলিল আহমেদ, সোহেল মল্লিক, বদরুল হায়দার, আশরাফ জুয়েল, বাবুল আনোয়ার, আগমগীর মালেক, অর্ণব আশিক, রাহেল রাজিব, মুরসালিন হক জুনায়েদ, আহমেদ জুয়েল, নাহিদা আশরাফী, ইন্দ্রজীৎ সরকার, কামরুন নাহার কুহেলী, রিপন আহসান ঋতু, বীথি মজিদা, সুমন শিকদার, সাবেদ আল সাদ, রাজা সহিদুল আসলাম, হাসনাত আমজাদ, শিকদার ওয়ালিউজ্জামান, আনিফ রুবেল, বাবুল আনোয়ার, আলমগীর মালেক, আব্দুল্লাহ ইকবাল, মনিরুজ্জামান মিন্টু, অদ্বৈত মারুত, মনিরুল মনির, কবি আবদুল্লাহ ইকবাল, রফিকুজ্জামান রনি, মুজাহিদ আহমদ, এস এস সাথী বেগম, কামরুন নাহার রেণু, মাজেদুল হক, খন্দকার সুমন, সুনীল শৈশব প্রমুখ। বাউল শিল্পী লতিফ শাহের বাউল গানে শেষ হয় কবিতার রাত।

কবি সম্মেলনের ২য় দিনে থাকছে বাংলাদেশের কথা ও কবিতা, ‘শতবর্ষে বঙ্গবন্ধু, সাহিত্যে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার এবং বগুড়া লেখক চক্র পুরস্কার বিতরণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *