আজ শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের জন্মদিন

আজ ৪ এপ্রিল শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের জন্মদিন। ইমরুল ইউসুফের জন্ম ১৯৭৭ সালের ৪ঠা এপ্রিল সাতক্ষীরার কালীগঞ্জে। বাবা প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান। মা শরীফা খাতুন মিনা। ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর। কর্মজীবন শুরু ভোরের কাগজ-এর ফিচার বিভাগে। কাজ করেছেন টানা ২৪ বছর। ঢাকা আহ্ছানিয়া মিশনের ক্রিয়েটিভ সেলে কাজ করেছেন সাড়ে তিন বছর। গণনাট্যকেন্দ্রের সঙ্গে সম্পৃক্ততার সূত্রে মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন বেতার ও টিভি নাটকে। বাংলাদেশ বেতার ঢাকাকেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক। বর্তমানে বাংলা একাডেমির উপপরিচালক। বইয়ের সংখ্যা ৪৩টি। এছাড়া এদেশের জাতীয় পত্র-পত্রিকা, দেশ বিদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল-সহ কলকাতার বিভিন্ন পত্র-পত্রিকায় তার আড়াই হাজারেরও অধিক ফিচার, রিপোর্ট, গল্প, কবিতা, ছড়া প্রকাশিত হয়েছে। ইমরুল ইউসুফ লিখছেন দীর্ঘদিন। প্রতিদিন ঘটে যাওয়া মানুষের জীবনযাপন, ফল-ফুল, পশু-পাখি, পোকামাকড়, গাছগাছালি, ভূত-প্রেত-পরির বিভিন্ন অনুষঙ্গ, অনুল্লেখিত এবং অজানা কাহিনি গল্পের মাধ্যমে উপস্থাপন করাই ইমরুলের লেখার মূল চালিকা শক্তি। বিষয়গুলোতে কল্পনার আল্পনা এঁকে শিশুদের উপযোগী করে গল্প আবার কখনো উপন্যাস আকারে তুলে ধরেন করেন পাঠকের সামনে। শিশুতোষ গল্প, ছড়া, উপন্যাস লেখার পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন ফিচার ও কবিতা। প্রকাশিত ফিচারগুলোর মধ্য থেকে বাছাই করা ফিচারগুলো দিয়ে ভিন্নধর্মী একাধিক প্রকাশনার ইচ্ছে রয়েছে তার। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ব্যস্ত শিশুতোষ গল্প রচনায়।

ইমরুল ইউসুফের উল্লেখযোগ্য বই-শিশুতোষ গল্প : নানাবাড়ির ছানাভূত, যুদ্ধের খেলা, সাতরঙা আইসক্রিম, চড়ুই ও কুমড়ো লতা, প্রোগ্রামার ভূত, ফ্রিজের মাছের কষ্ট, গল্পে গল্পে অঙ্ক শিখি, আমাদের বাড়িতে প্রতিদিন একটি হনুমান আসে, এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প, ভালোবাসার সবুজ গাছ, বৃষ্টির মেয়েটা ব্যাঙের ছেলেটা প্রভৃতি।
কিশোর উপন্যাস : বিস্ময়কর সেতুবালক।
বঙ্গবন্ধু-বিষয়ক : শেখ লুৎফর রহমান ও বঙ্গবন্ধু: পিতা- পুত্র পরম্পরা, বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ির উঠোনে, শিশু ভাবনায় বঙ্গবন্ধু।
রম্যরচনা : ফাটাফাটি ভালোবাসা, অতি অল্প ট্যারা গল্প।
কবিতা/ছড়া : আমার ঘরের দেওয়ালে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, তোমার চুল আকাশে হেলান দিয়ে নক্ষত্র দেখে, মজার পড়া ফলের ছড়া, ক্যাম্পানুকাব্য।
জীবনী : আমাদের ভাষাশহিদ, শেরে বাংলা, কৃষ্ণ কথা, মানুষের যিশু।
স্থাপত্য : কান্তজীর মন্দির।
অন্যান্য : মিলিয়ে নাও তোমার হাতের ছাপ, বাংলাদেশের মাছ, মনে কতো প্রশ্ন জাগে, ছোটোদের বিশ্বরেকর্ড প্রভৃতি।
সম্পাদনা সহকারী সম্পাদক : লেখা (বাংলা একাডেমির মাসিক মুখপত্র),
নির্বাহী সম্পাদক : আলাপ (ঢাকা আহ্ছানিয়া মিশন প্রকাশিত সহজ ভাষার মাসিক পত্রিকা),
সহসম্পাদক : নদী (অনিয়মিত সাহিত্যপত্র)।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ এসবিএসপি শিশুসাহিত্য পুরস্কার, এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ শিশুসাহিত্য পুরস্কার, আলপনা শিশুসাহিত্য পুরস্কার, স্বপ্নসিঁড়ি শিশুসাহিত্য পুরস্কার-সহ পেয়েছে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। ইমরুল ইউসুফের জন্মদিনে কাব্যশীনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *