জিগীষা সাহিত্য সম্মাননা পেলেন কবি ও গল্পকার কানিজ পারিজাত

‘জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ‘গত ১ লা এপ্রিল ২০২২ তারিখে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করে তাদের ষষ্ঠ বর্ষপূর্তী ও ‘জিগীষা সাহিত্য সম্মাননা ২০২১’! এক ব্যতিক্রমী ও সমৃদ্ধ আয়োজনের মধ্য দিয়ে সাহিত্য অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা পাঁচ বিশিষ্ট গুনীজনকে! এবার গল্পে সম্মাননা প্রদান করা হয় কবি ও গল্পকার কানিজ পারিজাত কে! সাহিত্যের নানা অঙ্গনে অবদান রাখার জন্য সম্মাননা প্রাপ্ত অন্যান্য গুনীজনেরা হলেন মাহফুজুর রহমান, সরকার আবদুল মান্নান অনামিকা হক লিলি, শামসুল বারী উৎপল! মনোজ্ঞ আলোচনা ও সাংস্কৃতিক এই আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব ড: আতিউর রহমান সম্মাননা প্রাপ্ত সকলের হাতে তুলে দেন বিশেষ সম্মাননা ! অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক দিলারা মেসবাহ ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক, এ বি এম সামসুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিগীষা সাহিত্য পরিষদের সভাপতি ইলিয়াস ফারুকী ! উল্লেখ্য জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বিগত কয়েক বছর ধরেই সাহিত্যের বিভিন্ন অঙ্গনে অবদান রাখার জন্য বিশিষ্ট গুনীজনদের সম্মাননা প্রদান করে আসছে!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *