কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদের সাথে নির্মাতা মিজানুর রহমান লাবুর ‘ছাড়াছাড়ি’

ছোটপর্দা বড়পর্দা মিলিয়ে এ সময়ের ব্যাস্ত পরিচালক মিজানুর রহমান লাবু। ছোটপর্দা জন্য অসংখ্য নাটক ও টেলিফিল্ম পরিচালনার পাশা-পাশি তিনি ৩টি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সময় এর হাত ধরে অনলাইন প্লাটফর্মের জন্যও কাজ করে যাচ্ছেন। মিজানুর রহমান লাবুর সর্বশেষ নির্মিত ছোট গল্পের চলচ্চিত্র ‘মালা ভাবী’ যা ৬ষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উসৎবে স্পেশাল জুরি মেনশন এওয়ার্ড এ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মানিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার মিজানুর রহমান লাবু নির্মাণ করতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘রসু খা সিনড্রম’। পরিচালক জানিয়েছেন এ ওয়েব সিরিজে একটি চমৎকার গান রয়েছে গানটির কথা লিখেছেন পরিচালক নিজে। সুর ও সঙ্গিত পরিচালনা করেছেন খ্যাতনামা সুরকার আবিদ রনি ও গানটি গেয়েছেন এসময়ের স্বনামধন্য কন্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। এর আগেও মিজানুর রহমান লাবু তার পরিচালিত চলচ্চিত্র তুখোড়, নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার এবং নাইনটি নাইন মেনশন চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। মিজানুর রহমান লাবুর এবারের গানটির শিরোনাম ‘ছাড়াছাড়ি’। তার লেখা গান এদেশের অনেক গুণী শিল্পীরা গাইলেও পারভেজ সাজ্জাদের সাথে তার এটি দ্বিতীয় গান। মিজানুর রহমান লাবুর মতে, পারভেজ সাজ্জাদ এর কন্ঠে জাদু আছে। ‘ছাড়াছাড়ি’ গানটিতে আবিদ রনি তার সঙ্গিতের নৈপূন্যের ছাপ রাখার চেষ্ঠা করেছেন আর পারভেজ সাজ্জাদ গানটিতে প্রাণ ঢেলে দিয়েছেন।মিজানুর রহমান লাবুর লেখা অসংখ্য গান এপার বাংলার জনপ্রিয় সঙ্গিত শিল্পীরা কন্ঠ দিয়েছেন এবং পাশাপাশি ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পীরাও কন্ঠ দিয়েছেন । তার মধ্যে অন্যতম – জজো । সঙ্গিত পরিচালক আবিদ রনির সাথে মিজানুর রহমান লাবুর প্রথম কাজ হলেও এর আগে সঙ্গীত পরিচালক মুশফিক লিটু, তানভীর আলম সজীব ছাড়াও বেশ কিছু খ্যাতনামা সঙ্গিত পরিচালকের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষ্যে রুশদা ফিল্মস এর ব্যানারে নির্মাণ হতে যাচ্ছে ১০ পবের্র ধারাবাহিক ‘রসু খা সিনড্রম’। শুট হবে আগামী ১৫ই জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ঢাকার পুবাইলের একটি বিখ্যাত শুটিংস্পটে। এতে অভিনয় করবেন আইরিন আফরোজ, মনিরা আক্তার মিঠু, মঈন খান, ফারুক আহমেদ, সিয়াম নাসির, সাব্বির অর্নব, শিল্পী সরকার, শামিম আহমদ, আবুল হোসাইন মাহমুদ, মাহমুদ পারভেজ, আহমেদ রাজিব প্রমুখ। মিজানুর রহমান লাবু জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে গানটি রিলিজ হবে এবং ৩০ জুলাইয়ের মধ্যে রুশদা ফিল্মস ইউটিউব ব্যানারে অন ইয়ার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *