বইমেলায় পাওয়া যাচ্ছে আরজুমুন এর ইতিহাস নির্ভর উপন্যাস ” ৭১ ও আমি”


এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে আইনজীবী আরজুমুনের উপন্যাস “৭১ ও আমি”। প্রকাশিত বইটিতে যুদ্ধে একজন নারীর অংশ গ্রহণ তারপর নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্থান পেয়েছে। যেখানে যুদ্ধে ওই নারী সক্রিয় ছিলো। যুদ্ধ শেষের দিকে লুকিয়ে বিয়ে দেয় তার পরিবার। এরপর তার সংসারে অশান্তির ঝড়, স্বামী শ্বশুরবাড়ির অত্যাচার একে একে পাঁচ সন্তান। স্বামীর নির্মম অত্যাচার সহ্য করে পাঁচ সন্তানকে তিনি সমাজের সুউচ্চ পদে এগিয়ে দিয়েছেন। একটা সময় তার স্বামী তাকে ডিভোর্স দেয়। সন্তানদের ঘিরে তার বাঁচা স্বপ্ন। দেশের জন্য তার সব ত্যাগের বিনিময়ে সে একটি কাগজ যার নাম মুক্তিযোদ্ধা সনদ সে পায়নি। আজও তার মন বলে সে পাবে তার প্রাপ্য সন্তান। এই স্বকৃীত কি তাকে দেশ দিতে পারে না! এটাই তার চাওয়া। এ প্রসঙ্গে বইটির লেখক আইনজীবী আরজুমুন বলেন, মহান রাব্বুল আলামিন এর কাছে অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা; কলমের সাথে কথা বলার যে কি আনন্দ, তা প্রকাশ করার মতো বোধ আমাকে দিয়েছেন বলে। বড়ভাই প্রচুর বই পড়তো, তাকে দেখে দেখে বই পড়ার শখ। সেই শখই আজকে আমাকে অনুপ্রেরণা দিচ্ছে ক্ষণে ক্ষণে নিজেকে শব্দশিল্পী হিসেবে গড়ে তুলতে। ছোটবেলা থেকে মাকে দেখেছি বাজারের ফর্দ থেকে শুরু করে জীবনের নানান ঘটনা ডায়েরীবন্দী করতে। মাকে ধারণ করে এগিয়ে যেতে চাই। স্বপ্নকে মুঠোভর্তি করতে, মনের এলেমেলো কথাগুলো গুছিয়ে বলতে চাই। জীবনের সাথে মিলে যায়, এমন জীবনঘনিষ্ঠ লিখা মানুষকে বাঁচিয়ে রাখে। তাই চেষ্টা করি, সাবলীলভাবে মনের কথামালা আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে। আমার মা একজন মুক্তিযুদ্ধা তাঁর কাছে শোনা গল্পগুলো কখন যে নিজেকে ১৯৭১ এ ফিরিয়ে নিয়ে যায়, ভাবতে পারি না। কখনো কখনো মনে হয়, এইতো! আমিও যুদ্ধ করে যাচ্ছি, হ্যাঁ, তবে কলম দিয়ে। যুদ্ধের সময়কালীন বাস্তব ঘটনার নিরিখে আমার এই উপন্যাস “৭১ ও আমি”। আশা করছি পাঠকের মনে দাগ রেখে যাবে। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে উপন্যাসটি বের করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই প্রকাশনী। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। বাবুই প্রকাশনীর ৩২২-৩২৩ নম্বর স্টলে পাওয়া যাবে উপন্যাসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *