ঈদসংখ্যার কবিতা।। জিন্নাত আরা রোজী

মাটির মায়া

নিখুঁত আলপনায় আঁকা ছবির মত মায়াময়ী একটি গ্রাম যেথায় জড়িয়ে আছে শৈশব কৈশোরের স্মৃতি।
মনের গহীনে উঁকি ঝুঁকি মারে সেই সব হারানো স্মৃতি
তাই মনের খেয়ালে কাগজে-কলমে শব্দ সাজাই,
ঢেঁড় শব্দ একসাথে হয়ে রূপ নেয় কবিতায়।
তখন দড়জায় কড়া নাড়ে শৈশব কৈশোরের মধুর ফেলা আসা দিন গুলি।

তাই হৃদয়ের টানে শেকড়ের কাছে ফিরে যাই
শূন্যতার দরোজা পেরিয়ে মাটির ঘ্রাণ পোহাবো বলে!
ছুটে যাই চিরচেনা সেই মেঠোপথে পায়ের পদধূলিতে,
যেথায় জন্মের আগে কিম্বা পরে হৈ-হুল্লোড়ে কেটেছে।
রোদ্রের চিকিমিকি, বাতাসের উষ্ণতা, জলের কলকলানি মায়া মমতায় ঘিরে রাখে সুখের পিদিম জ্বেলে।
সেথায় পুরানো স্মৃতির ডালি সাজানো আছে থরে থরে।
তাই হৃদয়ের রংতুলিতে কবিতায় এঁকে যাই তারে
উপল নক্ষত্রের বিলাসী ছোঁয়ায় ফুলে, ফলে সাজানো আমাদের ছোট্ট গ্রামখানি।
স্মৃতি বলে ফিরে আয় মিষ্টি মধুর পাখির কলকাকলিতে
সবুজ বেষ্টনীর ছায়া তলে, মায়ের আঁচলে,বাবার শাসনে
সাঁঝের মায়ায় ঝিঁ ঝিঁ পোকার দুষ্ট মিষ্টি আমন্ত্রণে চঞ্চলা কিশোরী মেয়ের রূপে।

শ্যামল স্বপ্ন

বেঁচে থাকার আকুতি নিয়ে বাঁচি রোজ!
অন্ধকার মাটির ঘরে শ্যামল স্বপ্ন নিয়ে।
এই অন্ধকারের গভীরতা এতোই বিশাল ;
পাহাড় পর্বতের বিশল্যকরণী লতার মত।
জীবনকে চিনে নেবার অলীকতা শিখায়।
নিজস্বতায় ভর করে পথ চলতে শিখায়
নষ্টালজিক নিমগ্নতায় আচ্ছন্ন থাকে জীবন ।

দিনের শেষে পুরাতন স্বপ্নের ইদ্রজাল ভেঙে
স্মৃতির কাঠগড়ায় অনুভূতির আঁচড় কাটে নতুন স্বপ্ন।
সূর্যের আলোকরশ্মি মত বেঁচে থাক এমন স্বপ্ন,
যেমন দ্বিখণ্ডিত চাঁদের হাসিতে লুকিয়ে থাকে অভিনব রূপ।
অন্ধকারের অলীক ভাষায় ফুটে উঠে তার বৈচিত্র্য
মন আর ভাবনার সহসন্ধি হয়ে এগিয়ে যাক শ্যামল স্বপ্ন।
এমন স্বপ্ন, এমন নিজস্বতা বড্ড আপনার মনে হয়,
তাকে যে ভালবাসতেই হয়, পথের দিশা দেখাতেই হয়।
তাই অবুঝের মত বারবার ফিরে আসুক শ্যামল স্বপ্ন
বসতি গড়ুক হৃদয় জমিনে উষ্ণ আলিঙ্গনে।

অভিমানী মেয়ে

ও মেয়ে যাচ্ছিস কোথায়?
নিরুদ্দেশের পথে,
কেন,মা-বাবা নাই?
গত হয়েছে ;
ভাই নাই?
বিপথে গেছে;
স্বামী আছে?
বনিবনা হয় না;
চলিস কিভাবে?
গতর খেটে,
ঘর বাড়ি কোথায়?
যখন যেথায়,
বাবার বাড়ি?
সেটা ভাইয়ের দখলে,
ভাইয়ের বাড়ি?
যাওয়া হয় না খুব বেশী :
স্বামীর বাড়ি?
ওটা আমার নয়,
লোকে বলে ছেলের বাড়ি।
তাহলে তোর বলে কি কিছুই নাই?
আছে, দু’টো হাত, দু’টো পা
এই নিয়ে খেটে মরি সারা বেলা।
কষ্টগুলো?
বুকে জমা,
ইচ্ছে গুলো?
ঝরা পাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *