মিজানুর রহমান মিথুনের কবিতা

স্বার্থপর

যাদের যাদের পথ দেখালাম আমি
তারা সবাই এখন মহাদামী,
আমায় তারা এড়িয়ে চলেন খুব,
আমি তাদের দম্ভ দেখে রয়েছি নিশ্চুপ।
জানি না তো ভুল আসলে কার,
দিন রাত্রি এমন হিসেব করছি বারংবার।

প্রহর

এইভাবে কাটে দিন
চলে যায় রাত,
হাত থেকে সরে যায়,
প্রিয় দুটি হাত।

ভুল

‘নিঃস্বার্থের শিরোমনি’-এটাই আমার দোষ,
নিজের খেয়ে সারা জীবন তাড়াই বনের মোষ।
এমন করে সব খুইয়ে আমি মন পাইনি কারো
ভেতর থেকে বলছে হৃদয় সঙ্গ সবার ছাড়ো।

মুগ্ধতা

তোমার মুখ কালো হলে কাবিতার
সৌন্দর্র্য মুখ থুবড়ে পরে।
তোমার দৃষ্টিতে ক্রোধ ছুঁয়ে গেলে
রাজ পথে অলিতে গলিতে
জনরোষে ছেপে যায়।
ওগো কালোমেঘ, হে বাঁধভাঙ্গা ক্রোধ
তার শাড়ির আঁচল স্পর্শ করা না কিছুতেই।

ঘোর

এখনও নিরবে হারাই টুপটাপ মায়া
ঘেরা তোমার কণ্ঠস্বরে।
তোমার অবাধ্য চুলগুলো আমার চোখের
উপর আচড়ে পড়ে কালো মেঘ হয়ে।
আর আমি কেবল অন্ধত্ব বরণ করি।

অনুশোচনা

স্বার্থের টানে যদি অন্ধ হয়ে থাকি
তবে অন্ধ হয় যেন এই দুটি চোখ,
খুশির সাগরে তুমি স্নানের পরে অন্ধ
আমাকে দেখ চেয়ে অপলোক।
আর
তুমি যদি এই বুকে দিয়ে থাকো বিষ,
তবুশত যন্ত্রণাতেও আমি দিচ্ছি আশীষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *