তরুণ মিত্রের কবিতা

দালাল পুকুর

আমার এই মফঃস্বলে আছে…দালাল
আশেপাশে গাছে ঘেরা কুঁড়েঘরও আছে

আমার আজীবন সঞ্চয় নিক্ষেপ করেছি জলে…
কেন?
কেন যে পাণ্ডুলিপি ভাসালাম জলে !
কি একদম ঝড় বয়ে গেল সেদিন?
আজও বুঝি না যেন।
লেখালেখি নিঃঝুম রেখেছিল জ্যোৎস্নালোক।
আজ এই কয়েক শতাব্দী প‍র, অধিকার চাইতে এসেছি।
জলস্পর্শ করে বলি-ফিরিয়ে দেবে?
পুকুর জিজ্ঞেস করল- “কেন বলুন তো”?

আমার ক্ষয়ে যাওয়া জীবনে,
কেন এসে দাঁড়ালে তুমি?
না না আসবে কেন- শীতের কুয়াশা ঢাকা চাদর…

আমি বলি- আগের ছাই বিন্যাস থেকে উঠে এসে
ফুল হয়ে ফুটে ওঠো; বিক্ষুব্ধ বাগানে,
তারপর ঘিরে ফেলা যাবে জীবনে, জীবন…..

সময়

কি করছ এখন? ঘুম ভাঙলো কী?
গতকাল রাতে ঘুম কি বলল !
তুমি তো আবার মিষ্টি ঘুম নিতে চাও‌।

গতকাল রাত, চাঁদের সঙ্গে কথা ছিল আমার।
সে কি আলো বলবো তোমায়!
গাছ আসছে,পাখি আসছে
চোদ্দগুষ্টি উড়ে আসছে রাত গভীরে।
মনে হ’লো একবার,
স্পর্শ নেওয়া যাক। না না একি করছি?
তোমার দেবতা, ছায়া হয়ে সঁপে থাকে
জীবনে তোমার।

বারান্দায় এসো। দেখো কি অপূর্ব..
কেন? কেন এ আঘাত…

বিরহ

ছাদ থেকে যেই নামলে তুমি বৃষ্টি-বাদল দিন।
আকাশ জুড়ে সুর তুলে ভোর রূপঙ্করের গান-
হাওয়ায় হাওয়ায় ভাসবো আমি,ধুম
আলোয় ভালোয় জড়িয়ে নিয়ে- তবে
শিশিরভেজা-নড়বড়ে বেডরুম।
একপশলা মন-কেমনের দিনে
আমি, নৌকাখানি ভাসিয়ে দিলাম
জোয়ার -ভাঁটার টানে…

মহাষ্টমী

আজ, আমার অবৈধ প্রেম
খেলা চাইলো বিছানায়…
কেন? দুপুরের বালিশ, বেডকভার ও
মায়া জ্যোৎস্না মাখা
বিছানা হঠাৎ নিস্তেজ হয়ে গেল যেন;
কেন ওদের দূরে সরে সরে যাওয়া!
কেনই বা আমার এখানে আসা?
স্ত্রীর আদর মাখানো ভালোবাসা উড়ে আসে
আমার অবৈধ প্রেমের মাঝ বরাবর-
“মেয়ে আর তোমার ভালোবাসা, সাজুগুজু করে
তাকিয়ে আছে সদর রাস্তার দিকে”!…

আজ মহাষ্টমীর দিনে পারিবারিক আবহাওয়ায়
ঈশ্বর খুঁজতে বের হবে
মণ্ডপে মণ্ডপে আরও কিছু কিছু জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *