জিন্নাত আরা রোজী’র কবিতা

পথের দিশা খুঁজি

বার বার চেয়েছি যেতে
কিন্তু আজো হয়নি যাওয়া
চুকে গেছে সব লেনাদেনা
পথিকের ভীরে পথ হারিয়েছি।
পথের দিশা খুঁজে।
নদী ভাঙনের শব্দ শুনে
থমকে দাঁড়াই নদীর পারে
খেয়া পার হবো কেমন করে
ভাবি নদী তটে বসে।
বুকের সাম্পানে জল থৈথৈ
খড়কুটো খুঁজে পাই কই।
মাঝি দাঁড় টেনে যায় উদাস মনে
ভাটিয়ালি গান গেয়ে।
আমি মন্ত্রমুগ্ধের মত শুনি
গোধূলির আবির্ভাবে।
জোয়ার ভাটায় নদী মিশে যায়
বুকের গহীনে জাগে মরু বালুচর
আকাশে উড়ে শঙ্খচিলের সারি
এখনি আঁধার নামবে জানি।

নিঝুম রাত

দেখো ঐ দূরে সন্ধ্যা তারা মিটিমিটি জ্বলে,
সাথে নীরব আকাশ আর এক ফাঁলি চাঁদ।
শান্ত হিমেল হাওয়া দোলা দিয়ে যায়;
বকুল, বেলী গন্ধ ছড়ায় মহুয়া বনে।
পৃথিবী ঘুমায়,নিঝুম রাত আমি একা জেগে রই,
অপলক দুটি নয়নে অশ্রুর জাল বুনি।
ক্ষণে ক্ষণে স্বপ্বের ভেলায় ভাসি,
এই বুঝি তুমি আসবে;
বসবে আমারই পাশে।
প্রিয় নাম ধরে ডাকবে দুটি হাতে হাত রেখে।
বিলাসী রাত মায়াময়ী জ্যোৎস্না আলো বিলায়
প্রহসিত চাতকী নিভৃতে অপলক তাকিয়ে রয়।
তারায় তারায় খেলা করে সারা আকাশ জুড়ে।
রাত্রি গভীর হয় আমার ব্যাথার ঝুলি নিয়ে।
নির্ঘুম রাতের স্তদ্ধ আঁধারে,
কুয়াশা কেটে আবার আসবে আলোর ঝলকানি।
কেঁপে উঠা কোমল ঠোঁটের ভাঁজে ফুটবে সুখের হাসি।

স্বপ্নে ভরা চোখ

এখনো কি বৃষ্টি হলে
তুমি জানালায় চোখ রেখে
আমারই কথা ভাবো?
কেউ কি বলো তোমার?
এসো আমার হাতটি ধরো।
একটু ধরার তৃষ্ণা নিয়ে
চাতক মনে কেউ কি থাকে?
বৃষ্টিতে ভিজে ভরদুপুরে?
তোমার অপেক্ষাতে,
একটা জীবন তোমার নামে
হেসে খেলে মিলিয়ে দিতে
স্বপ্ন সাজায় আমার দুচোখ
শুধু তোমার ভালবেসে।
দৃষ্টিভেজা বৃষ্টি নিয়ে
অভিমানে শব্দ নিয়ে
কেউ কি তোমার পত্র লিখে
জানতে বড় ইচ্ছে করে।
একটা,দুটো তোমার নামে
শাপলা তুলতে ঝাপিয়ে পড়ে
চলন বিলের কালো জলে?
সন্ধা হলো জোনাক গুলো
বাড়ির উঠোন আলো করো
এখনো কি সেই গল্প বলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *