কবিতা।। নিলয় রফিক।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা

রক্তসিঁদুর

স্বপ্নের মানুষগুলো নুনখোলা মাঠে

রোদেপোড়া দেহসোনা সন্ধ্যায় গুহায়

আলোর আয়নামুখ শেকড়ের রথে

গরানে হরাকোঁড়ায় শিল্পের বুনন।

ডংকিলের পানি তুলে ক্যাচাকোঁড়া থৈ থৈ

সূর্যের বাতাসে প্রেম গরমে আগুন

কারিগরে দৃশ্যকাব্য শাদা শাদা নুন

পাট্টি হাতে মুদ্রাটানে অনাগত সুখ।

শান্তির পাহাড়ে মেঘ আকাশে মিছিল

বটের ছায়ায় ঢেউ ফেনা ভুলবদা

জানালার জোড়াচোখ অবিরাম জল

কপালে রক্তসিঁদুর বিচ্ছেদে পরান

ঐতিহ্য হাতির পায়ে আঁধারে মিলন

করোনাজীবাণু পাড়ে কৌশলে আড়ালে।

টীকা:

হরাকোঁড়া=লবণ ফোঁটার স্থান

ডংকিল=পানি তোলার যন্ত্র

ক্যাচাকোঁড়া-=লবণ মাঠে নোনাপানি জড়ো করার স্থান

পাট্টি=লবণ তোলার পাত্র

ভুলবদা=নষ্টডিম

গরান= লবণ মাঠ সমান করার পাত্র।

কবলা

সদর শহর ছেড়ে,মালকা বানুর পাশে গ্রামে

নিলয়-আঁখির স্বপ্ন,শব্দক্ষেতে সুরভি জীবন

চারপাশে মাটিঘ্রাণ ঘামেঝরা বিশুদ্ধ গোলাপ

গন্ধেশোভা মুগ্ধপ্রেমে তিনগন্ডা জমির কবলা।

আনন্দে আষাঢ়ে বৃষ্টি,মন খুলে পাথরে চুম্বন

সৃজনে বন্দনা জপি,সুন্দরের যুগল শেকড়

শান্তির কবিতাবাড়ি,রূপরেখা আলোর পৃথিবী

তপস্যা সন্ধানে খোঁজে,নিভৃতে সত্যের পথ চিনে।

প্যানোয়ার লালদিঘি পাড়ে এক নাহার রেস্তোরাঁ

দ্যুতিময় সন্ধ্যাতারা মশগুল ঈশ্বর-পাঁজর

আগুন-ডেরায় পোড়ে,আত্মকথা নূরের পর্বত

সুদিনে প্রহর গোনে,আগামী আলোর দিকে মুখ।

ঘরবন্দি মুঠোফোনে প্রিয়জনে আকাশে আলাপ

দেখা হবে শিল্পমাঠে মহাকালে নতুন সড়ক।

শব্দপলি

দক্ষিণে ডেইলপাড়া লালমাটি পাহাড়ে সবুজ

উঁচুটিলা বৃক্ষসারি সমতলে আদিম আবাস

রাস্তার পাঁজরে ডানে,কৃষিজমি সোনালি কুহক

অলিন্দ্য সুখের ছায়া,চোরাবালি গুহায় হোঁচট।

মূলদাগে খতিয়ানে নিলামের উঠেছে স্বরূপ

আত্মার মহলে ঢেউ পড়ে আঁখি নজরে নন্দন

চুক্তির বায়নানামা শব্দপলি কবিতা-আলয়

নিরিবিলি স্বর্গকুঞ্জে বিধাতার শিল্পের যাপন।

মুগ্ধতা পাখির সুর,জোছনার প্লাবিত পূর্ণিমা

নান্দনিক সুপ্রভাতে স্বপ্নমোহ যুগল ডানায়

সুন্দরের জানালায় সৃষ্টিশৈলী রূপক বুনন

ছন্দেগাথা আত্মলিপি নৈর্সগিক আগামী ঠিকানা।

নাভির শেকড়

শহরে দালান ছেড়ে,মৃত্তিকার নাভির শেকড়ে

অচেনা জীবাণু ছায়া,কৌশলের ছন্নায় শরীরে

চাবি ধরে টানাটানি দেহযন্ত্রে হঠাৎ বেঁহুশ

ঈশ্বরের দরবারে হাজিরা খাতায় কালো দাগ।

ঝড়ের আকাশে বৃষ্টি,বাঁধভেঙে অথই জোয়ার

হারানো শোকের বুক ফালি ফালি আঁধার নয়ন

মানচিত্রে ঘনঘোর আলোর প্রভাতে দৃষ্টি মুখ

আগামী সবুজ ডানা,পৃথিবীর বিশুদ্ধ সৌরভ।

গাধার কবলে আজ বুড়িগঙ্গা সলিল সমাধি

শোকার্ত ফুলের দেশ,আহাজারি শব্দের রোদন

পাঁজর ভাঙার ঘরে,মিথ্যাগুলি আয়নামহলে

পথের জানালা খুলে অপলক কালের স্বরূপ।

টীকা:

ছন্না= ছদ্মবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *