ফরিদা ইয়াসমিন সুমি’র কবিতা

তীর্থ

তীর্থযাত্রা, অলিগলি ভ্রমণে সম্পন্ন;
মানচিত্রে পাইনি কোনো খেই!
অতল সে তল, সীমাহীন সীমানা;
কী খুঁজি তবু!
নির্বাণ ভেবে তীর্থ করেছি,
জলে ছুঁড়েছি ছাইভষ্ম!
তোমাকেই কি পুড়িয়েছি দুইহাতে…?

মরিয়া

ভালোবেসেও…
চাই অবহেলা,
অসামান্য!
জানি অসাধ্য-
অদ্ভুত রোগাক্রান্ত;
আগ্রহের আতিশয্যে বিতৃষ্ণ
স্বস্তিটুকু শুধু প্রচ্ছন্নপ্রকাশে।

প্রাপ্য জেনেও
অহংকারী হতে পারিনি;
একটু-আধটু অবহেলার জন্য
মরিয়া হয়ে প্রতীক্ষা!

নিয়তি

নিয়ত করে নিয়তি পাল্টানো গেলে
আজ তুমি আমার হতে!
নিয়ত করেছিলাম
নিয়তি হলে না…

দুষ্টচক্র

এক রীম কাগজের মতো পেতে চাই তোমাকে; কিছু লিখতে নয়, আঁকতে নয়,
কুচিকুচি করে ছিঁড়ে হাওয়ায় ওড়াতে, কুড়িয়ে জোড়া লাগাতে, আবারও ছিঁড়তে, ওড়াতে, কুড়োতে, জোড়া লাগাতে, দুষ্টচক্রের মতো আবারও…
যেমনটা আমি চাই তোমার কাছে- ছেঁড়ো, ওড়াও, কুড়োও, জুড়ো; ছেঁড়ার আগে শুধু লিখে নিয়ো কিছু, এঁকে নিয়ো কিছু, জুড়তে সুবিধা হবে…

প্রকাশ্য-গোপন

প্রকাশ্য-চুম্বন
প্রচলনে
ঠোঁট বাড়িয়েছিলাম,
তুমি আবার
সেই আড়ালেই
নিয়ে গেলে!
সংস্কারের কালসাপগুলো কেবলই ধাওয়া করে, পিছু ছাড়ে না,
তুমি আবারও সে-ই খিল তুলে দিলে!
ভালোবাসা-প্রকাশ গোপন হলে দিব্যি অন্যের হয়ে গেলে, অথচ আমিও ভালোবাসতেই চেয়েছিলাম প্রকাশ্যে!

নিদেনপক্ষে

আমার প্রেমে আছ তুমি
জানে বিশ্বলোক,
আমার প্রেম নিদেনপক্ষে
তোমার জানা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *