সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর কবিতা

শূন্যস্থান পুরণ

ক]

ইতিহাসের শূন্যস্হান পূরণ করেছিলামঃ

বাঙালির রাজধানীর নাম- শেখ মুজিব।

খ]

মৃত্যুর শূন্যতা অপূর্ণ; অসীম…

নীলাকাশের মতো, সিলভিয়া প্লাতের মতো।

গ]

পাশের বাড়ি ফুটে থাকে রুবিনা,

একদিনও কি আমার সাথে(….)?

ঘ]

হাওয়াদের শূন্যস্থান পুরণ করছে আদমবৃন্দ,

আমিও তোমার শুন্যস্থান পূর্ণ করতে চাই।

ঙ]

শুন্যতা আর পূর্ণতার মধ্যে যমজীয় অদ্ভূত মিল,

শোক-সুখের এপিট-ওপিট, মূলত মুদ্রার দু’পিট।

ছবি ঋণ রানা হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *