কবিতা।। ফারুক মাহমুদ।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা

সময়   

সকাল। দুপুর। সন্ধ্যা। রাত্রি
সময়কে কত নামে ডাকি
তুমি, যখনই আসো-না কেন
সঙ্গে আসে আনন্দিত ভোর
আবারও সেই পুরোনো গল্প─
তুমি ব্রজগোপী, আমি ননীচোর।

পদ্যবীজ


উপায় কী করি!
করি কী উপায়!!
আমার তো নেই
শৈলচূড়া প্রেমের সঞ্চয়
যা-দিয়ে তোমাকে
যথাযথ ভালোবাসা যায়
তবু এসো, প্রেমে-প্রেমে ঘুরি
যে বাতাসে শব্দ নেই, শুধু
নির্ভরতার সৌরভ থাকে
নতুন আনন্দ নিয়ে মন মেলে উড়ি…
দেখা যাক, দেখি─
হৃদয়ের মুগ্ধ টানে যদি কিছু হয়!

কুড়ানো কুসুম

তোমার বাগান থেকে তুলে-আনা বীজ
রোপণ করেছি যত্নে বারান্দার টবে
অপেক্ষা অপেক্ষা শুধু─
কবে গাছ হবে
সেই গাছে শাখাছন্দে সবুজ বাতাস
ফুলের সহাস্য মুখ দেখা যাবে কবে!
বীজ থেকে হতে হতে হয়ে-ওঠা গাছে
প্রথম ফুটেছে কলি।
মনে হল তুমি বুঝি এলে
চেনা গন্ধ, চারপাশে
থোকা-থোকা আলো হেসে আছে

ভানুকে লেখা রানুর চিঠি

আমার ঘুমের গন্ধে, নিশিথে,
তোমার না-কি ঘুম ভেঙে যায়!
নিকটের কাছে আসি─
স্নেহপ্রীতিপ্রেমে
স্বর্গের মাধুর্য এসে নেমে
থাকে মুগ্ধতার যুগল ছায়ায়
‘রবি বাবু’─ সম্বোধনে
পাঠালাম সাহসের ছোট্ট পত্রখানি─
কেন আমি আনন্দের স্বচ্ছ জলে নেমে
হেসে-খেলে ভেসে
যাই বিষাদের অবিরাম স্রোতে
ভানুদাদা, অপেক্ষা করোনা
যথেষ্ট সময় ক’রে, ঠিক এসে যাব
তোমার প্রাণের পাশে।
দেখো, দেখে নিয়ো─
বহু যত্নে পাওয়া
আমাদের চোখের জলের ধারা
কোনোদিন দেবনা ফুরোতে!

সুন্দরবন

সর্বোচ্চ সাহস নিয়ে বুক পেতে দিই
যত আসে বিষের ছোবল
হাসিমুখে সব মেনে নিই
ধ্বংস হতে হতে
যথেষ্ট সমর্থ পায়ে দাঁড়িয়
দাঁড়াই আমার ডাক্তার আমি,
সেবিকার হাত ঘরের ওষুধ-পথ্য দিয়ে
নিজে নিজে অসুখ সারাই
আবারও নতুন প্রান্ত─
কণ্ঠে রাখি সবুজের গান
আমার সকল অঙ্গ পশু-পাখি,
পতঙ্গ-কীটের
অন্ন-বস্ত্র, মুগ্ধ বাসস্থান

জীবনসংগীত

ঘৃণ্য, অতি ঘৃণ্য
শৈত্যদেশ, মরুদেশ, সভ্য সমতল
সর্বত্র বিস্তৃতি ওর খিণ্নচক্ষু,
নজর-টহল ঘৃণ্য, অতি ঘৃণ্য
মুছে দিতে উদ্ধত সে সভ্যতার
সমুজ্জ্বল চিহ্ন!
হে জীবন, তুমি যদি দাঁড়িয় দাঁড়াও
এসে মানুষের পাশে প্রাণের
প্রখর শক্তি মূর্ত হয়ে,
সত্য-সৌম্য হয়ে
দ্ব্যর্থহীন ফিরে ফিরে আসে.

ঝরাপাতার আলো

চালাকির ধূপকাঠি ক্ষয়ে
ক্ষয়ে শেষ হয়ে যায়
দম্ভধোঁয়া একদিন দূরে সরে
বাতাসে মিলায়
কীর্তির সৌরভগাথা স্বস্থপ্রদ
সামান্যও হোক
তিলেক হবেনা বৃথা;
বহুদিন ছড়াবে আলোক
বিষের কাঁটায় যদি অহবহ
মন ঢেকে থাকে
কোলাহল ডুবে যাবে
ঘৃণাঘূর্ণি পূতিগন্ধ পাঁকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *