মাসুম আওয়াল-এর তিন‌টি কি‌শোর ক‌বিতা

সাহসী কি‌শোর

অন্ধ : সব পে‌য়ে‌ছি নেই শুধু চোখ পৃ‌থিবী আন্ধার
কি‌শোর : ভয় পেওনা আমার সা‌থে রাস্তা হ‌বে পার।
খোঁড়া : সবই পেলাম শুধু চলার ক্ষমতাটা নাই।
কি‌শোর : ভাব‌ছো কে‌নো আ‌মি তোমার দুই পা হ‌বো ভাই।
নু‌লো : কে‌নো যে হায় হাত দু‌টো নাই কি ক‌রে‌ছি দোস
কি‌শোর : আ‌মি তোমার স‌ঙ্গে আ‌ছি ক‌রো না আফ‌সোস।
বোবা : বু‌ঝছি সবই কিন্তু বলার ক্ষমতা নাই ঠোঁ‌টে
কি‌শোর : তোমার কথা বল‌বো আ‌মি ভয় পেওনা মো‌টে।
কালা : ক‌তো কথা কত না সুর শু‌নি না এই কা‌নে,
কি‌শোর : আ‌মি শু‌নে ইশারা‌তে বু‌ঝি‌য়ে দেব মা‌নে।
দুখী : জীবন জু‌ড়ে দুঃখ আমার একটুও নাই সুখ,
কি‌শোর : দুঃখগু‌লোর ভাগ কিছু দাও হালকা হ‌বে বুক।
ভয় পেওনা ভয় পেও না সাহস রা‌খো কা‌ছে,
সাহসী এক কি‌শোর তোমার পা‌শে পা‌শে আ‌ছে।

প্রিয় বন্ধুর খোঁজে

বন্ধু ভাগ্য ভা‌লো থাক‌লেই
মি‌লে যাবে তার খোঁজ
বন্ধু তো সেই, মন চায় যা‌কে
দে‌খি একবার রোজ।

যার সা‌থে মন খু‌লে করা যায়
সুখ দুঃখের ভাগ
যার সাথে চ‌লে হি‌সেব ছাড়াই
অ‌ভিমান আর রাগ।

ঠুন‌কো বিষ‌য়ে যার সা‌থে লা‌গে
বে‌হি‌সেবী হাতাহা‌তি,
সব ভু‌লে গি‌য়ে যার সা‌থে হয়
আনন্দ মাতামা‌তি।

বিপ‌দে আপ‌দে সব আ‌গে ভা‌গে
যার কথা ম‌নে প‌ড়ে,
যে আ‌ছে ভাব‌লে এই মন প্রাণ
ভাঙ‌বে না কো‌নো ঝ‌ড়ে।

সেই তো বন্ধু তাঁর খোঁজ ক‌রে
প্রতিটা মানুষ এ‌সে,
জীবন কাটুক এমনই এক
বন্ধু‌কে ভা‌লো‌বে‌সে।

চাই‌লেই হ‌লো? এমন বন্ধু
সহ‌যে তো পাওয়া যায় না,
যুগ যুগ ধ‌রে এমন তো কো‌নো
বন্ধুর খোঁজ পায় না।

প‌রিচিত জন আ‌ছে শ‌তো শ‌তো
বন্ধুর ম‌তো যারা,
হৃদ‌য়ে হৃদ‌য়ে ছোঁয়া ছুঁ‌য়ি নেই
ক‌তো আ‌সে যায় তারা।

বন্ধুর সা‌জে কেউ কেউ আ‌সে
নিভৃ‌তে প্রয়োজ‌নে,
প্রযোজন শে‌ষে হা‌রি‌য়েও যায়
প‌ড়ে না তা‌দের ম‌নে।

সত্য বচন বিপ‌দেই মে‌লে
বন্ধুর প‌রিচয়,
উপকারী সেই বন্ধুটা‌কেই
চাও তু‌মি নিশ্চয়।

তু‌মি নি‌জে কা‌রো এমন বন্ধু?
ভে‌বে দে‌খো একবার,
ভাব‌লে এভা‌বে দূর হ‌বে য‌তো
কষ্ট ও হাহ‌কার।

অন্ত‌রে আ‌ছে বন্ধু স্বত্বা
চ‌লো ক‌রি তার খোঁজ,
তার দেখা পে‌লে পা‌বে বন্ধু‌কে
মন খোঁ‌জে যা‌কে রোজ।

শীত মি‌ষ্টি খুকী

শীত কী কো‌নো বু‌ড়ি না‌কি
শীত আস‌লে খুকী!
ঠান্ডা হাওয়াই চুল উ‌ড়ি‌য়ে
জানলা‌তে দেয় টু‌কি।

আকাশ থে‌কে শি‌শির নামায়
হি‌রের কু‌চির ম‌তো,
বাগান ভরা নানা র‌ঙের
ফুলও ফোটা‌য় য‌তো।

চঞ্চলা এই শীত খুকী‌কে
ডাক‌লে বু‌ড়ি ব‌লে,
সূর্যটা‌কেই দেয় নি‌ভি‌য়ে
ভীষণ রা‌গে জ্ব‌লে।

দি‌নের প‌রে দিন কে‌টে যায়
তখন নিম্নচা‌পে
রোদ্র ছাড়া গ্রাম ও শহর
ঠক ঠকা ঠক কাঁ‌পে।

শীত খুকী‌কে আদর ক‌রে
ডাক‌বে যখন খুকী,
রাগ হা‌রি‌য়ে সাজ‌বে আবার
রাঙা সূর্যমুখী।

শীত কী কো‌নো বু‌ড়ি না‌কি
শীত‌ তো মি‌ষ্টি খুকী
ঠান্ডা হাওয়াই চুল উ‌ড়ি‌য়ে
জানলা‌তে দেয় টু‌কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *