উৎপলকান্তি বড়ুয়া’র চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছড়া

০১. ভলভইল্ল্যা

কঁইল্ল্যা ঢোলা পেএন্ পইজ্জ্যে ঢলঢইল্ল্যা
কঁইল্ল্যা পাতল্ ডাইলঅর পানি টলটইল্ল্যা
কঁইল্ল্যা কঁলস খঁলখঁইল্ল্যা
কঁইল্ল্যা জ্বলের জ্বলজ্বইল্ল্যা
কঁইল্ল্যা মোডা দেইখতে গোডা ভলভইল্ল্যা।

০২. ব্যারাম

এ্যারাম এ্যারাম ব্যারাম উগ্যা
আঁরার দেশত্ আইস্যে,
ফাঁডা বাঁশর চিবাত্ বেয়াগে
গম গরি বঅর ফাঁইস্যে।

উল্ডা পাল্ডা চলন বলন
লাভ হইতু ন ফরফরাই,
ন জানি ঠিগ্ আর কতদিন
এই ফ্যছাদত্ লরকরাই!

০৩. মুইজ্জ্যা ঝাঁডার বারি

ঘরর্‌ ভুতুর বঅই বঅই থাগি
আর ন লাগের গম,
দুয়ারত্ আই দুই চোগ্ পাগাই
থিয়াই রইয়ে যম।

কাঁজ কাঁম নাই এইল্যা গরি
আর কত কঁ পারি!
যমঅর মুগত্ বেরাই তেরাই
মুইজ্জ্যা ঝাঁডার বারি।

০৪. মাইল্যাপিরার ব্যারাম

হারাউয়া দিন রাইত-বিয়ালে
হাজইন্যা-দুউর্ বেইন্যা,
ঘরত্ সময় কাঁডন্ পরের্
কাঁর মুগ্ কেঁউ দেইন্যা?

কইল্যা নিঝাঁপ হই গেইলুগই
শঅর্ বন্দর গ্যারাম,
কঁত্তে যাবি দুইন্যা ছাড়ি
মাইল্যাপিরার ব্যারাম?

০৫. তুুই ন জানছ্?

তেইল্ল্যাচোরা তেইল্ল্যা
আটার রুটি বেইল্ল্যা,
তুই ন জানছ্ চইজ্জ্যা বউঅর
চোখ রাঙানি কেইল্ল্যা?

টিগ্ টিগি টিগ্ টিগ্
কলা গাছর ডিগ,
ঠিগ রাইবি বউঅরে আর
ঘরঅর চুলার ঝিগ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *