ঈদসংখ্যার কবিতা।। আনোয়ার কামাল
এই শহর
এই শহরে
তুমি ও আমি আছি
দেখা হয় না।
২.
হাঁটি একাকী
ঠিক আগের মতো
নির্জন পথ।
৩.
খোড়া খুড়ির
নগর সভ্যতায়
বেহাল দশা।
৪.
উঁচু ভবন
ঘাড় বাঁকিয়ে দেখে
বসতিবাসী।
৫.
বাতাস ভারী
সীসার ভার নিয়ে
নগরবাসী।
৬.
এই নগরে
এক ভবনে থাকি
দেখা হয় না।
৭.
মধ্য দুপুরে
কোকিল ডাকে কুহু
মধুর সুর।
৮.
কুহেলি মন
এলোমেলো ভাবনা
চাঁদনি রাত।
৯.
মৃদু বাতাস
শিহরিত হৃদয়
বসন্ত আজ।
১০.
কোকিল ডাকে
মধুর কুহু সুরে
উদাসী মন।