ঈদসংখ্যার কবিতা।। বাবুল আনোয়ার
মেঘমুক্তি
ঘোরের ভেতর প্রধান অতিথি হয়ে
কালো মেঘ নেমে এলো শহরে
হাইরাইজ ভবনে রেস্ট নিতে
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে
অত্যাধুনিক কয়েকটি মেয়ে দুর্বোধ্য মেকাপে
আদল পালটে গল্প করছিল সেখানে
দূরের মেঘ আহ্লাদে বসে বসে ক্লান্ত
উড়ে গিয়ে দূরে বৃষ্টি ঝরায়
নিরীহ বিনীত মেঘ হাফ ছেড়ে বাঁচে।
লাবণী এখন
একদিন লাবণী ছিল সরবে মূখর
রোদের জন্য জেগেছিল বোধে
একদিকে ছিল রক্তাক্ত মুক্তিযুদ্ধ
আরেকদিকে দালালদের সুখবাস
নগ্ন উল্লাসের ছিল লীলা উৎসব
সেই সংগ্রাম আজও বহমান
লাবণী এখন বেদনার জলে লেখা
এক সমুদ্র কষ্টের বয়ান।
স্বভাব
১
ধুলো জমে
কাপড়ে পড়েছে পলেস্তারা
যতনের অভাব
অবহেলা
জমে জমে পাথরে বিষাদ
জনমের স্বভাব।
২
উত্তরে নাই দক্ষিণে নাই
তবুও ফিরে আসি
চোখে নাই শোকে নাই
অনাহুত আদিবাসী।
৩
ডাকো নি বলে যাই নি
উজাড় করা নীল দুপুরে
কিছুই খুঁজে পাই নি
ডাকো যদি ফের যাবো
নরম রোদের বিকেলে
হয়তো বা কিছু পাবো।
তোমার কথা
আফসানা রহমান রিচি
বলে ছিলে আমাকেই,
ভালো বাসবে।
আমার কাছে থাকবে…
আমার ছবি আঁকবে,,
তোমার মনে।
ছেড়ে কখনো জাবেনা ফেলে,,
বলে ছিলে তুমি আমাকে।
রুপ কথার দেশে , নিয়ে
যাবে তুমি আমাকে।
কখনো ভূলতে পারবেনা,
শূনেছি লাম আমাকে।
অনেক বেশি ভালো বাসি ,
বলা হয়নি তোমাকে।
রিচি