ঈদসংখ্যার কবিতা।। মারুফুল ইসলাম

মাতৃভূমি

এখানে পায়ের শব্দে জেগে ওঠে ভোরের চাতাল
মানুষেরা ভালোবাসে মানবিক বহমানতায়
ওইতো হাসছে শিশু কল্পরূপ স্বপ্নের বিভায়
তটিনীর তপ্ত বুকে ছায়া ফেলে তরণীর পাল

আমিতো আমাকে চাই আবহ বাংলায় চিরকাল
আঙুলের ছাপ রেখে যেতে চাই শ্যামল পৃষ্ঠায়
চাই প্রাণ কদমের রেণুমাখা বৃষ্টির কণায়
পেতে চাই শেষ বৃত্তে আলোময় বিন্দুর নাগাল

নিঃশঙ্ক নাবিক মন নামিয়েছে নোঙর বন্দরে
বৃক্ষ আর বাতাসের ঐকতান দেয় প্রবর্তনা
জীবনের জপমন্ত্রে জমায়েত জনতার সারি
আদিগন্ত হেঁটে যাই আগামীর আলপথ ধরে
কালের অন্তরে চলে চিরচঞ্চল শব্দযোজনা
মাতৃভূমি এ হৃদয়ে কবিতা ও কবির কান্ডারি

কৃষ্ণকলি

যেখানে তোর পায়ের ধ্বনি
সেখানে রবি শুক্র শনি
যেখানে গান ভাটির সুরে
সেখানে তুই আসিস উড়ে

যেখানে তোর কাজল কালো
সেখানে চাঁদ ছড়ায় আলো
যেখানে টিপ রক্তরাঙা
সেখানে তুই সজল ডাঙা

যেখানে তোর ঠোঁটের জাদু
সেখানে কটু নিমেষে স্বাদু
যেখানে মন নদীর ধারা
সেখানে তুই আত্মহারা

যেখানে তোর কথায় ছবি
সেখানে ফুল শ্বেতকরবী
যেখানে পাখি ময়না টিয়া
সেখানে তুই কীর্তনিয়া

যেখানে তোর শিথান খালি
সেখানে মন পাঁচমিশালি
যেখানে থামে অন্ধগলি
সেখানে তুই কৃষ্ণকলি

যেখানে তোর হঠাৎ হাসি
সেখানে চুপ মুখর বাঁশি
যেখানে প্রাণ ঘুমোয় সুখে
সেখানে তুই আমার বুকে

মমি

যদি আগলে রাখতে পারি পৃথিবী তাহলে
তোকে কেন পারব না
যদি ধারণ করতে পারি জীবন তাহলে
তোকে কেন পারব না

আমি প্রত্যাশার পারদ রাখতে পারি নিয়ন্ত্রণে
আমি প্রত্যাহার করে নিতে পারি ভুল ইশতেহার
আমি প্রত্যাবর্তন করতে পারি নিজ বাসভূমে
কিন্তু আমি প্রত্যাখ্যান মেনে নিতে পারি না

তাই আমি মশালে আগুন জ্বালি
তাই আমি থাকি মিছিলের মুখে
তাই আমি হই স্লোগানে মুখর
তাই আমি আজও বিশ্বাসী বিপ্লবে

যে গন্ধবিধুর ধূপে কবিরা হারিয়ে যেতে চায়
তার প্রতিপক্ষে আমি তুলে ধরি হাত
শূন্যতাকে ভেঙেচুরে আমি গড়ি নতুন আকাশ
আঁকি রংধনু
অলৌকিক মেঘের পাহাড়ে দুর্বার দাঁড়িয়ে একা
উচ্চারণ করি সেই সত্য
যাকে তুই মিথ্যে মেনে মমি হয়ে রয়েছিস
সহস্র বছর

মাতৃভাষা

ছোট ছোট কথাগুলো বড়ো হয়ে যায়
বড়ো বড়ো কথাগুলো ছোট হয়ে আসে
আমাদের আন্দোলন শহরে ও গাঁয়
রক্তিম অক্ষরগুলো ফোটে ইতিহাসে

ফাল্গুনের রোদ আঁকে গুচ্ছ গুচ্ছ ফুল
মেঘের আঁচল ওড়ে পাহাড়চূড়ায়
মানবিক মীমাংসায় নেই কোনো ভুল
কৃষ্ণকলি কিশোরীরা জীবন কুড়ায়

পথে ও প্রান্তরে দেখি যত আয়োজন
যা কিছু ফুরিয়ে যায় তাও আসে ফিরে
শাশ্বত গানের কলি ভরে রাখে মন
আদিগন্ত সবুজের সমাবেশ ঘিরে

অবিনাশী মাতৃভাষা প্রাণের স্লোগান
ভাষার অন্তরে প্রাণ ধরে রাখে প্রাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *