ফুয়াদ হাসান- এর কবিতা
সাদাকালো
‘Black is white and white is black.
They are one and the same color’
–Kim Ki-duk
১
আজকাল সবখানে যে-সব রক্ত ঝরছে, তার
পুরোটা–ধবধবে সাদা
কালের কৃষ্ণগহ্বরে যা শুধু সামান্য
কালোদাগ কাটা ছাড়া
তেমন কিছুই আর করতে পারে না, বস্তুত
২
চোখে সব সাদাকালো দেখছি কদিন
ছবি সাদাকালো হয়–স্মৃতি অ্যালবামে
টিভি সাদাকালো হয়–মনের মুকুরে
অথবা স্বপ্ন, ঋত্বিকের সিনেমা যেন
লোকে রাতকানা ভাবে, জন্মান্ধ, কেউ
রবিঠাকুরের মতো বর্ণান্ধ, দূরে-
নিকটে ঝাপসা আজ চল্লিশ পার
না-হতে চালসে, বল–কেমন অসুখ?
ছিনাল স্তনও ঠিক একঘটি দুধ
ছেলের মুখটা বুঝি মাছের দুচোখ
শতরঞ্চ জ্যোৎস্না, বেরং গ্রাফিতি
রক্ত শুভ্র গোলাপের মতো আজ
সর্ষে-শিমুল–পেঁজাতুলা, এমন কী
রংধনু, জমকালো উৎসবগুলো
আজকাল বেরসিক সাদাকালো খুব।
ইদানীং চোখে সবকিছু সাদাকালো
তিমির সফেদ মৃত এ ব্রহ্মাণ্ড।
৩
টিসুপেপারদল
লেজদন্তহীন
দীর্ঘ সাদাসাপ
কুণ্ডলি পাকিয়ে
থাকে, চতুষ্কোণ
নয় গোল খাঁচায়;
সাদা অধিক সাদা
ঐ মুখগহ্বরে
বর্ণচোরা ফণা
ব্ল্যাকমাম্বা নাকি
কৃষ্ণহাত এসে
উড়ন্ত ছোবল
মারছে বারবার,
যতক্ষণ বুঝি
মৃত্যু ঠিকঠাক
চূড়ান্ত না হয়
৪
স্কুলের ব্লেকবোর্ড না কি মহাকাল খুঁজে পাওয়া
গুপ্তধণ উদ্ধারের ধাঁধা, অস্পষ্ট মানচিত্র!
সাদাচক লিখে দিয়ে যেত ঝড়-ঝঞ্জারাত
বিপদসঙ্কুল বেপথ, আদর্শলিপির অমরবাণী
মাঝখানে মিলেনিয়াম মিলিসেকেণ্ডে মিলিয়ে যায়
রক্তপোড়া দিন আর ছাইবরফে উড়ে যাওয়া রাত্রি
হোয়াইট হাউস রঙের বোর্ডে কৃষ্ণ মার্কারিরা
লিখে যায় কালের অধিক কালো চিরন্তনী।
সাদাকালো হয়ে যাওয়া ছাড়া তেমন কিছু কি বদলেছে?
৫
কালো আর সাদা
আসলে একই
বলেছে–কিম কি-দুক,
না-বুঝে হয়তো
কিছুটা বা বুঝে
ভাবছি এমন
মানতে পারাও সুখ!