বদরুল বোরহান- এর করোনার ছড়া

(১)
করোনা

কেউ বলে করোনা, কেউ বলে “করুনা”,
এ এক ভাইরাস, মোটা তাজা গরু না।

      মহামারী  ভাইরাস
      নয় কোন বাইপাস

ভাইরাস করোনা, করে না তো করুণা,
এ এক মহামারী, পশু-পাখি-তরু না।

      নিরাপদ ঘরে থাকা
      জীবানুকে দূরে রাখা

কেউ বলে করোনা, কেউ বলে “করুনা”,
মোটা কিনা জানি না, মোটেও তা সরু না।

(২)

করোনার ভাষ্য

এ কোন দেশে আইলাম রে ভাই, এ কোন দেশে আইলাম?
শহর -পাড়া, গন্ড- গ্রামে পাত্তাও না পাইলাম।

কেউ মানে না স্বাস্থ্যবিধি, পুরোই উদাসীন,
মাস্ক না পরে মনের সুখে ঘোরে সারাদিন।

এদেশবাসী আমার প্রতি করলো না কেউ কেয়ার,
বলবো কারে দুঃখ মনের, পাইলাম না তো পেয়ার।

এতটা পথ পাড়ি দিয়া ভুল দেশে আইলাম,
গ্যাড়াকলে পইড়া শেষে ছ্যাকাটা খাইলাম।

এত প্রভাব প্রতিপত্তি সবি হারইলাম,
আজিব দেশে আইসা আমি উষ্টাটা খাইলাম।

সত্যি এরা বীরের জাতি, শেখ মুজিবের দেশ,
কেউ পারে নি যুগে যুগে ছিঁড়তে এদের কেশ।

(৩)
করোনা ও চেরাগ আলী

দিনের পরে দিন চলে যায়, রাতের পরে রাত,
বিশ্ব জুড়ে এক করোনায় সবাই কুপোকাত।

বিশ্বমোড়ল ট্রাম্প বাবাজী স্তব্ধ অকস্মাৎ,
তার সংগে তো চেরাগ আলীর নেই কোন তফাত।।

ট্রাম্প বাবাজী অস্ত্র বেচে, চেরাগ আলী চেরাগ,
জোব্বাধারী সৌদি বাবা কার প্রতি সে রাগ?

উহান থেকে উঁচিয়ে গলা বললো হেঁকে চীনা,
“নিরো” যতোই বাজাক বাঁশি, আমি বাজাই বীনা।

এক জায়গাতে এ তিনজনা চলে সমান্তরাল,
মাথার ওপর ফাঁদ পেতেছে করোনার এক জাল।

চেরাগ আলী বললো ক্ষেপে, সব ক’টাকেই চেনা,
মনে রাখিস, চেরাগ আলী নয় যে তোদের কেনা।

(৪)

ঘরকা নাকি ঘাটকা

অনিয়মের বেড়াজালে পড়ছি সবাই আটকা,
তাই আমাদের যায় না চেনা, “ঘরকা নাকি ঘাটকা”?

নিয়ম ভাঙার নষ্ট খেলায় আমরা সাধু টাটকা,
ঘরেরও নই, ঘাটেরও নই, কর্মী সবাই ” মাঠ-কা”।

এটা শুনে কুঁচকে ভুরু, লাগতে পারে খটকা,
ওই যে শুনুন, ফুটছে মাঠে আতশবাজি, পটকা।

এই করোনায় ভয় কিছু নেই, মামুলি ও টোটকা,
এ কথা যে বলেছিল, সে আমারই “ছোট্ কা”।

গ্যাড়াকলে বন্দি আছি, আচ্ছা রকম চটকা,
করোনাকে ফাঁসির কাঠে সবাই মিলে লটকা।

(৫)
করোনা শেখাল, করোনা দেখাল

করোনার কালে করোনা শেখাল
নয় কিছু মহীয়ান,
মানুষের কাছে পায় নি মানুষ
মানুষের সম্মান।

করোনার কালে করোনা শেখাল
নিষ্ঠুর দানবতা,
মানুষে মানুষে প্রহসন এক
অসহায় মানবতা।

করোনা দেখাল, করোনা বোঝাল
মিছে সব ভালোবাসা,
করোনার কালে কেউ কারো নয়
মরন সর্বনাশা।

বাস্তবতার কঠিন দেয়ালে
নির্মম কষাঘাত,
মানুষের দ্বারে করোনা করেছে
সতর্ক করাঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *