কবিতা

শরীফ শেখ এর কবিতা মন্দ্রঘোষের আহবানে

আকাশ থেকে নেমে আসা বর্ষায় স্নাত আমি
সমতল আর পাহাড়ে করি মেলবন্ধন
নাফাখুম আর হামহাম জলপ্রপাত চেনায়
আমার মাধবকুণ্ডের সাথী
হাওর বাওড় খাল বিল নদী নালা
সাগরের ফেনায়।
বান্দরবানের কেওক্রাডংয়ের মতো
শির করি উঁচু
চলি পথে প্রান্তে আদারে বাদাড়ে
খাগড়াছড়ির ছড়ায় মাতে আমার কিশোর মন
আলুটিলা সুড়ঙ্গ পথের ক্ষিপ্র বাদুড়েরা
আমায় পথ দেখিয়ে এগিয়ে নিলে
আমি সাহসের বারতা পাই।
আমার পদযুগল অশ্বশক্তি লাভ করলে
আমি দ্রুত চলি রিসাং ঝর্ণার পথে
ঝর্ণায় অবগাহন করে আমি
সিক্ত করি তাপিত প্রাণ
আমার ভিজে যাওয়া কানে মুখ লাগিয়ে
রিসাং বললো, ঐ হাজাছড়া তোমায় ডাকছে।
দুমাইল হাঁটাপথ খাড়িপথ দিয়ে পাড়ি
পৌঁছে যাই হাজাছড়ার বাড়ি
স্বাগত জানালো সে বলি উঠি
এসো বন্ধু নাও প্রেম মুঠি মুঠি।
পাথরের পাহাড় বেয়ে নামে ঝরনার কাকলি
আবারও প্রাণ ওঠে দুলি
জীবনের বিয়াবানে কঠিন নগর ভুলি।
ঢেউ খেলানো মন মাতানো
সড়ক পথ দিয়ে পাড়ি
সাজেকের পথ ধরি।
সন্ধ্যার সাজেকের সুনির্মল হাওয়া
স্বর্গের সুরভিতে ছাওয়া।
নিশিথ নিদ্রায় দেখি
সুউচ্চ পর্বতের মেঘবালিকারা
আমার চারপাশ ঘিরে নৃত্য করে
নাচের দৃশ্য মন ভরে দিলে
আমার পরিতৃপ্ত নয়ন মুদে এলে
আর কিছুই দেখতে পাই না।
শুধু দেখি আমার সোনার বাংলার রূপ
কাপ্তাই হ্রদে দেখি মাঝি ভাই মাছ ধরে
কর্ণফুলির সাম্পান এগিয়ে চলে ক্রমে
আমার পদ্মা মেঘনা যমুনার পথে।
আর গর্বিত মাস্তুলে ওড়ে দ্য্যখ ঐ
তর্জনী এক স্বাধীনতার
জাগিয়ে দেয় বার বার
মুক্তির মন্দ্রঘোষের আহবানে
জাতির পিতার ভালোবাসার বন্ধনে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *