গুচ্ছ ছড়া আলাউদ্দিন হোসেন
রুপসী তরু
বর্ষার দূত রুপসী তরু
হলদে সাদার মেলা
বৃষ্টি হলে খেলাচ্ছলে
হাসে সারাবেলা।
মাঝিমাল্লা ভেসে চলে
পাল উড়িয়ে দূরে
মেঘ বালিকা খোঁপাজুড়ে
বর্ষা নতুন সুরে।
বর্ষা মুখর হাসিখুশি
কদমফুলে ঘ্রাণ
বর্ষার দূত রুপসী তরু
রুপ বর্ষার প্রাণ।
নৌকার পাল
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
উড়ে নৌকার পাল
কমল হাতে ধরে রাখে
মাঝি-মাল্লা হাল ।
পাল উড়িয়ে চলে মাঝি
ভাটিয়ালী গানে
দুর দুরান্তে নৌকা চলে
দোলা লাগে প্রাণে।
পাল উড়িয়ে মাঝি-মাল্লা
মুর্শিদী গান গায়
সারি সারি নৌকা নিয়ে
পাল উড়িয়ে যায়।
শ্রাবণ
শ্রাবণ মেঘের ঘনঘটা
হাসে সবুজ বন
কদম ফুলের হাসি দেখে
আনন্দে নাচে মন।
রং ছড়ানো কদম হাসি
ভাসে শ্রাবণজুড়ে
জুঁই কেয়া হেসে চলে
পল্লী কুঁড়েঘরে।
নব রঙে বৃষ্টি ঝরে
বর্ষা করে খেলা
রঙে ঢঙে আকাশ পানে
ভাসে শ্রাবণ ভেলা।
এরকম গুচ্ছ ছড়া আমিও দিতে পারব?
হ্যাঁ