ঈদসংখ্যার ছড়া।। স.র. সাঈদ

জাহেদের ঈদ

দু’টি জামা নিলো জাহেদ
এ বছরের ঈদে
নতুন জামা খুশীর কারণ
ঘাটতি হলো নিদে

জামা দু’টি চকচকে রং
একটি রঙে সাদা
অন্য জামা লাল রঙা তাই
খুশীতে নেই বাঁধা।

জামা খুলে দেখলো জাহেদ
সাদাটার নেই হাতা
লাল জামাটার পকেট ছেড়া
ভালো নেই তার মাথা।

উপায় নেই আর পরতে হবে
ছেঁড়া জামা গায়ে
করবে সেলাই ছেঁড়া জায়গায়
বুদ্ধি করলো মায়ে।

ছেঁড়া জায়গায় সেলাই করে
করলো ফুলের মতো
সেলাই দেখে বলছে সবাই
সুন্দর লাগছে কতো।

ভালো লাগে খুব

ঝরা পাতায় ভরেছে মাঠ
ভর্তি ঘরের চাল
এমন দৃশ্য দিচ্ছে বলে
এই বসন্তকাল।

গাছে গাছে পাখির মেলা
ফুটছে নানান ফুল
পাখি দলের সমাবেশে
ভর্তি নদীর কূল।

বসন্তকাল নানান ফুলে
সাজলো দারুণ সাজ
বসন্তকে তাই তো সবাই
বলে ঋতুর রাজ।

ভালো লাগে বসন্তকাল
বসন্তের রং,রূপ
বসন্তের ফুল ও প্রকৃতি
ভালো লাগে খুব।

বসন্তকাল

ফুল ফুটেছে গাছের শাখায়
ডাকছে পাখি সুরে
বসন্তকাল আসলো চলে
একটি বছর ঘুরে।

ফুল ফুটেছে চারদিকে তাই
গন্ধ ছড়ায় মধুর
মাঠ ফসলে ভরে গেছে
কাজ বেড়েছে বধুর।

নতুন পাতার সমাবেশ হয়
বসন্তের এই কালে
বন-জঙ্গলে পাখিরা গায়
নানান সুরে, তালে।

নানান ফুলে প্রকৃতির রূপ
এই ঋতুতে সাজে
মৌমাছিরা উড়ে বেড়ায়
ফুলকলিদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *