শাহীন খানের গুচ্ছ ছড়া

১.তাইরে নাইরে না

কাকের বাসায় কোকিল ছানা
কথা শোনে না
খায়দায় গান গায়
তাইরে নাইরে না।

২. ঘাসফড়িং

ঘাসফড়িং
বাস করিং
আমার সোনাগাঁয়
তিড়িংবিড়িং
নাচ করিং
লজ্জা ভীষণ পায়।

৩.ইঁদুর

আমার ঘরে একটি ইঁদুর
গায়ে মেখে রং আর সিঁদুর
যেই দিয়েছে দৌড়
বিড়াল ব্যাটা চেঁচিয়ে বলে
গিলবো তোদের দলে দলে
সাজ নিলি ক্যান বৌর।

৪. পিপিলিকা

পিপিলিকা পিপিলিকা
ক্যান দিলি শীতে দ্যাখা
তোর কী লাগে নারে শীত?
হাওয়াতে ভেসে যা
গ্রীস্মের দেশে যা
থাক বিপরীত।

৫. শীতের পাখি

শীতের পাখি
নাম জোনাকি
মিষ্টি গলা তার
দেখতে ভালো
ঠোঁটটি কালো
রংয়েরই বাহার।
প্রাণ ভরে সে
গান করে সে
জেগে ওঠে পাড়া
বেড়ায় উড়ে
এবং ঘুরে
হয় সে পাগলপারা।

৬.বিয়ে

মোরগ ডাকে কুঁককুঁড়ুতু
হাঁসে ডাকে প্যাঁক
শালবনেতে ওদের বিয়ে
দ্যাখরে তোরা দ্যাখ!

৭. সুরে গায়

পাখি দূরে উড়ে যায়
মিঠে মিঠে সুরে গায়
লাগে কী যে ভালো
রং রূপ বাহারী
চোখ কালো তাহারই
ছড়ালো সে আলো।

৮. রং মেখে

রং মেখে সং সাজে দোয়েল কোয়েল টিয়ে
কালকে না কি কোলা ব্যাঙয়ের একশ হবে বিয়ে!

প্রথম বিয়ে করছিলো সে জেলা বরিশাল
শুধু শুধু সে বউ না কি করতো গালাগাল।
তবুও কোলা সে বউটাকে বাসতো খুবই ভালো
বুকের ভেতর জ্বলতো তাহার স্বর্গ সুখের আলো।
হঠাৎ হলো ব্যামো
ঢাকার শহর নিয়ে কোলা দিতো শুধু ক্যামো।

কাজ হলো না তাতে
বউয়ের নিঠুর মরণ দেখে ঘুম আসে না রাতে।

তারপরেতে একএক করে করলো বিয়ে আশি
কিন্তু কোলার বদলালো না ভাগ্য নামক রাশি।

সব মরে যায় হায়
দুখের বানে হৃদয় তাহার ভেসে ভেসেই যায়!

একশতেও তার শংকা
বুকের মাঝে বেজে চলে বিয়োগ ব্যথার ঢংকা।

৯. কি মজা

শোন ছেলে শোন মেয়ে স্কুল খুলছে
মন মাঝে সুখ সুখ হাওয়া এসে দুলছে।

কতোদিন কতোকাল হয়নি তো যাওয়াটা
স্যার আর ম্যাডামের স্নেহ প্রীতি পাওয়াটা।

বন্ধুর ভালোবাসা, চকলেট খাওয়াটা
হয়নি তো খুনসুটি পিছুপিছু ধাওয়াটা।

হইচই হুল্লোড় কানামাছি খেলাটা
কলরবে ছেঁয়ে যাবে স্কুল বেলাটা।

কুশলদি বলে বলে খুশি মনে হাঁটবো
ফের হবে লেখালেখি আর হবে পাঠগো।

চোখে জল আসে যদি মুছে দিবো আদরে
বুকে ঠিক বেঁধে নেবে ভালোবাসা চাঁদরে।

করিডোর মাঠটা ভরে দেবো প্রাণেতে
ভরে যাক সবদিক গল্প ও গানেতে।

সাম্য ও স্নেহতে মন হোক ভরপুর
প্রাণ মনে ছুঁয়ে যাক সোনা সোনা রদ্দুর।

পতপত পতাকা উড্ডীন হোক গে
“রবি ঠাকুরের” গানে, কাটুক গে শোক যে।

শোককে শক্তিতে রূপায়ন করি আজ
পূণরায় দেশটাকে এসো সবে গড়ি আজ।

কি মজা কি মজা চোখে ঘুম নাইরে
চলো সবে ব্যাগ কাঁধে স্কুলে যাই রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *