ছড়া

গুচ্ছ ছড়া- শাহিন ইসলাম

ছড়াবুলেট-০১

বড়ই চালাক স্বার্থবাদী
সুন্দরী তুই কেকা,
বছরখানেক পিরিত করে
আমায় দিলি ছেঁকা?

আরে!
কাঁটা দিয়েই কাঁটা তোলা
ওসব আগেই শেখা,
আমার প্রেমে অন্ধ এখন
তোর ছোট বোন রেখা।

ছড়াবুলেট- ০২

বন্ধু সেজে দাওয়াত করে
বিষ দিয়েছো ভাতে,
সরল মনে খেয়েছি ফের
হয়নি কিছুই তাতে।
কি ভেবেছো মরবো আমি
মানবো শেষে হার?

ব্যাটা……………………

মিচকে তুমি আগেই জানি
খবর রাখি তার,
সেদিন রাতে আমিই ছিলাম
বিষের দোকানদার।

ছড়াবুলেট- ৩

বন্ধু বলে ভাবিসনে মন
তোর পিরিতের আওতা,
ফুল নিয়ে তুই যা দিয়েছিস,
অন্তরে বিষ ঘাও তা।

প্রেমের দায়ে কাঠগড়া-জেল
বাদ রাখিনি তাও তা।
উতলে পড়া তোর পিরিতি
সব ভুয়া সব ভাঁওতা।

ছড়াবুলেট- ৪

কলমি হওয়ার ভান করেছিস,
কী ভেবেছিস! চিনবো না?
বন্ধু সেজে এই হৃদয়ে
নিয়ত কী তোর? পিন বোনা?

শাক দিয়ে মাছ ঢাকিস বলে
ভাবিসনে তুই সেয়ানা!
সুগন্ধিময় হলেও যে তুই
জাত ধুতুরা! কেয়া না।

One thought on “গুচ্ছ ছড়া- শাহিন ইসলাম

Leave a Reply to অনিদ্র মাহমুদ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *