আখতারুল ইসলাম- এর ছড়া
ভূতের ছায়া
অন্ধকারে আসে ভূতের ছানা
সবার মুখে একটা কথা, ভূত!
গায়ে মেখে চাঁদের আলো
খেলতো ছি কুত কুত।
রাতদুপুরে দুষ্টু ছেলের মতো
তিড়িং বিড়িং লাফায় শুধু ছাদে
দূর আকাশের তারাগুলো হাসে
ভেংচি কাটে কুঁজো বুড়ি চাঁদে।
দেখতো না কেউ শুনতো সবাই
অদ্ভূত সব ডাক
দুপুর হলে শেয়াল-বেড়াল
সন্ধ্যা হলে কাক।
ঘরের পাশে ঝোপে ঝাড়ে
পিচ্চি ভূতের নাচে
ভয়ে ভয়ে আসতো না কেউ
বাঁশবাগানের কাছে।
ভূত নাকি ভাই অলস মনে
বাঁধে ভয়ের বাসা
কখনো সে ঘাড়ে বসে
করে কান্না হাসা।
কিন্তু আমি দিন প্রতিদিন
খুঁজি ভূতের ছানা
একটা ভূত হয় বোবা-বধির
অন্যটি হয় কানা।
যাদের মনে সাহস আছে
আছে জ্ঞানের আলো
ভূত আসে না তাদের কাছে
হলেও আঁধার কালো।
মাতৃভাষা
ভাষার জন্য কে দিয়েছে প্রাণ
তোমরা কি তা জানো?
কোন ভাষাতে এতো মধুর টান?
তোমরা কি সেই নাম শুনেছো
সালাম রফিক কারা?
ভাষার দাবি কাড়তে গিয়ে
হল ধ্রুবতারা।
যে ভাষাটা মায়ের মুখে
প্রথম শেখা বুলি
দাদুর কাছে শুনতে পাওয়া
গল্পকথার ঝুলি।
ভুলতে পারি সেই ভাষাটা-
যেই ভাষাতে কান্না হাসা
সকল আশা ভালোবাসা।
যে ভাষাতে মনের এতো মায়া
স্বপ্ন দেখা ছায়া।
সেই ভাষাটা মিশে আছে
পাখির গানে
ফুলের ঘ্রাণে।
কৃষক শ্রমিক সব মানুষের প্রাণে প্রাণে।
বিশ্ব জুড়ে যেই ভাষাটা বাড়িয়ে দিল-
মাতৃভাষার দাম
সেই ভাষাটা আমার ভাষা
বাংলা যে তার নাম।
কাগজ তুমি
কাগজ তুমি কত রকম নীল সাদা আর কালো
মনের কথা তোমার বুকে ছড়ায় রোদের আলো।
সাদা পাতায় ইচ্ছে মতো কত কী যে লিখি
তোমার ছাপা বইয়ের মাঝে অনেক কিছু শিখি।
তোমার বুকে আঁকতে পারি মেঘ পাখি আর ফুল
কখনো বা হতে পারে আঁকা লেখায় ভুল।
তুমি যখন রঙিন হয়ে চোখের মাঝে আসো
ছবির মতো কথা বলে চুপটি করে হাসো।
তোমার বুকে মনের চিঠি গল্প কথা গান
তোমার লেখায় কান্না হাসা উথলে ওঠে প্রাণ।
মনের যত ভাবনা আছে তোমার মাঝে রাখা
এই পৃথিবীর সব ইতিহাস সরলরেখায় আঁকা।
রঙতুলিতে আঁকার খাতায় সাজতে তুমি পারো
তুমি যেন নকশি কাঁথা কত কী যে আরো।
কাগজ তুমি কালের কথা বুকের ভেতর রাখো
দুঃখ সুখের স্বপ্ন সাজাও ভালোবাসার সাঁকো।
মেঘেদের পাড়া
সাদা কালো মেঘ যেন
দোয়েলের পাখা
তার পাশে নীল পরি
রঙধনু মাখা।
আকাশের কোলে ঘুম
ঘুম দেয় পাহাড়ে
সারা দিন থাকে পরি
উদাসীন আহারে।
তার পাশে ছুটে চলে
ছোটে নিরবধি
পাহাড়ের পাশে মেঘ
বয়ে যায় নদী।
নদী তীরে ছেলে মেয়ে
একমনে খেলে
দোয়েলটা উড়ে এলো
দুটি পাখা মেলে।
পাহাড়ের নদী যেন
সবুজের নীল
রোদ্দুরে রোদ্দুরে
হাসে ঝিলমিল।
দোয়েলও পরি যেন
বন্ধু যে তারা
পাখিদের গানে মাতে
মেঘেদের পাড়া