ছড়া

মাসুম আওয়াল এর ছড়া

ডান‌পি‌টে

ছড়া লি‌খি না ছড়া ব‌লি না
ছড়া বু‌নি না ছড়া আ‌সে
ছড়া আস‌লেই মন হা‌সে
ছড়া না এ‌লে কথা না পে‌লে
ছন্দ য‌দি না বাঁ‌ধে
ব‌্যকুল হ‌য়ে মন কাঁ‌দে।
ছড়া আস‌লে ছড়া হাস‌লে
মন হ‌য় ঐ ফুল পা‌খি
আর নিরবে ভা‌লো থা‌কি।
ছড়া তো গ্রাম ছড়া শহর
ছড়া মা‌য়ের ম‌তোই দেশ
ডান‌পি‌টে এ কি‌শোর হ‌লো
ছড়ার মা‌ঝে নিরু‌দ্দেশ।
ছড়া লি‌খি না ছড়া ব‌লি না
ছড়ার সা‌থে বেঁধে‌ছি ঘর
দূ‌রে হারা‌বো কখ‌নো য‌দি
ছড়ারা হয় আমার পর।

লি‌পি‌স্টিক

কত্ত‌ কিছু আঁ‌কে খুকু
আঁকার খাতা পে‌লে
আকাশ আঁ‌কে পা‌খি আঁকে
আঁ‌কে কা‌ছের নদীটা‌কে
খুকুর আঁকা প‌া‌খিগু‌লো
ও‌ড়ে ডানা মে‌লে।
একদিন এক স‌ন্ধ্যেবেলা
ভাবনা নি‌লো পিছু
ফুল পা‌খি না আজ‌কে খুকু
আঁক‌বে নতুন কিছু
কী আঁক‌বে কী আঁক‌বে
কী আঁক‌বে ঠিক
এ কি খু‌কি আঁক‌লো খাতায়
র‌ঙিন লি‌পি‌স্টিক।

একা

অন্ধকার এক ঘ‌রের ভেতর
‌ছিলাম ক’মাস একা
তারপরে এক ফুটফু‌টে দিন
মা‌য়ের সা‌থে দেখা।
মা আমা‌কে চুমু খে‌লেন
বু‌কের ভেতর রে‌খে
হৃদয় ও মন ভ‌রে গে‌লো
মা‌য়ের আদর মে‌খে।
মা‌য়ের ম‌তো বাবাও খু‌শি
বাবাও নি‌লেন কো‌লে
ভাই বো‌নেদের খু‌শির কথা
‌শেষ হ‌বে না বো‌লে।
হঠাৎ ক‌রে কখন কখন
বড় হ‌য়ে যাওয়া
সবার ম‌তোই হা‌তের কা‌ছে
‌যোদ্ধা জীবন পাওয়া।
মানুষ সবাই ব‌ন্দি যে‌নো
সাগর ভরা জ‌লে
‌নানান র‌ঙের স্বপ্ন নি‌য়ে
‌বাঁচার লড়াই চ‌লে।
ভাসা-‌ডোবার এই জীব‌নে
কে হ‌তে চায় কার?
ভাব‌তে ভা‌বতে নি‌জে‌কে রোজ
কর‌ছি আ‌বিস্কার।
একলা আসা একলা যাওয়া
‌কিছু আঁধার আ‌লো
এক ছ‌কের এই জীবন তবু
সবাই থাকুক ভা‌লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *