গুচ্ছ ছড়া জাহাঙ্গীর আলম জাহান
লাই
কাউকে বেশি লাই দিতে নেই
লাই দিলে হয় ক্ষতি
লাইয়ের জোরে চামচিকারাও
বাড়ায় যে দুর্গতি।
কাছের মানুষ, কাছের স্বজন
কাছের বন্ধু যারা
তোমার ক্ষতি করতে তারাও
হবেই পাগলপারা।
তাই কখনও লাই দিতে নেই
লাই ভালো না বেশি
লাইয়ের জোরে যায় রে বেড়ে
হিংসা-রেষারেষি।
কিসের তুমি আদর্শবান
জাতির পিতার কতটুকু করছো তুমি ধারণ
জীবন থেকে সততাকেই করলে অপসারণ
স্বদেশপ্রেমের একটু যদি রাখতে তুমি ধরে
বুঝতে পেতাম দেশ-চেতনা রেখেছ অন্তরে
কিন্তু তোমার মনে এসব ছিটেফোঁটাও নাই
শেখ মুজিবের আদর্শটা মুখেই কেবল পাই
কিসের তুমি আদর্শবান, ভণ্ডামিটাই আসল
তোমার কাছে শ্রেষ্ঠ পুঁজি অর্থ এবং মাসল।
এসব করে মুজিবসেনা কেউ পারেনি হতে
চলতে শেখো বঙ্গবন্ধুর সৎ-সততার পথে।
ভড়ং
এই যে করো মুজিব-মুজিব–
শেখ মুজিবের কী জানো?
তোমার এসব প্রেম-অভিনয়
নিছক চিড়া ভিজানো।
ভড়ং করে নিজের জীবন
করছো কেবল সোনালি
কেউ কি করো অনুসরণ
পিতার জীবনপ্রণালী?
সেটাই যদি না করো ভাই
কিসের তুমি ভক্ত আজ
মুজিবপ্রেমের ভাব দেখিয়ে
খাচ্ছ দেশের রক্ত আজ।
সিংহ-শাবক
মুজিব ছিলেন সিংহ-শাবক
একটি জাতির অভিভাবক
দুঃসাহসী প্রাণ
তাঁর সাহসেই বাংলাদেশের
ঘটেছে উত্থান।
এই পতাকা-স্বাধীনতা
দূর করেছে যা দীনতা
সব মুজিবের দান
হুঙ্কারে তার লেজ গুটালো
আজব পাকিস্তান।